
এবারে জাতীয় দলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু দুই রাউন্ডের একটিতেও ফিফটি করতে পারেননি এনামুল হক। এই পারফরম্যান্সই হয়তো ব্যবধান গড়ে দল নির্বাচনে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দলে জায়গা ফিরলেন জয়, বাদ পড়লেন এনামুল।
সবশেষ শ্রীলঙ্কা সফরের দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসানও। ওই সফরের স্কোয়াড ছিল ১৬ জনের। এবার দেশের মাঠের সিরিজে স্কোয়াড রাখা হয়েছে ১৪ জনের। জয় ছাড়া তাই দলে নিতে হয়নি অন্য কাউকে।
জয়ের টেস্ট ক্যারিয়ারের শুরুটা আশা জাগানিয়া হলেও পরে প্রত্যাশার পথ ধরে ছুটতে পারেননি। গত কয়েকটি সিরিজে দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান। সবশেষ ১৭ ইনিংসে তার ফিফটি নেই। ১৮ টেস্টের ক্যারিয়ারে শূন্য রানে আউট হয়েছেন ৭ বার, দুঅঙ্ক ছোঁয়ার আগে আউট হয়েছেন আরও ৭ বার। তার পরও আরেক দফায় দলে ফিরতে পারলেন মূলত অন্যদের ব্যর্থতায় ও টপ অর্ডারে পর্যাপ্ত বিকল্পের অভাবে।
সবশেষ টেস্ট সিরিজে গত জুনে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে ৯ উইকেট নিলেও বাদ পড়েছেন নাঈম হাসান। মূল দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের সঙ্গে আরেক স্পিনার হিসেবে জায়গা ধরে রেখেছেন এখনও টেস্ট না খেলা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। ঘরোয়া ক্রিকেটে এখন চলছে জাতীয় ক্রিকেট লিগ। অতিরিক্তি কোনো স্পিনার তাই হয়তো রাখা হয়নি দলে।
মাহিদুল বাদ পড়েছেন সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই। টেস্ট দল ঘোষণার আগে এ দিনই এসিসি রাইজিং স্টার্সের বাংলাদেশ দলে রাখা হয় এই কিপার-ব্যাটসম্যানকে। তখনই নিশ্চিত হয় যায়, আইরিশদের টেস্ট সিরিজে তাকে রাখা হচ্ছে না। ক্যারিয়ারের একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছেন তিনি খেলেছেন গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাদ পড়া এনামুল এখনও পর্যন্ত ৮ টেস্ট খেলে ১৫ ইনিংসে একবারও ৪০ রান ছুঁতে পারেননি। ব্যাটিং গড় মাত্র ১০.৮০। এ বছর দল ফেরার পর ৫ ইনিংসে তার মোট রান ৬২, দুইবার ফিরেছেন শূন্য রানে।
সিলেট টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু আগামী মঙ্গলবার। পরের টেস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, যেটি হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট।
বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মুরাদ।
আপনার মতামত লিখুন :