
আইসিসি র্যাঙ্কিং
দল পারেনি শিরোপা ঘরে তুলতে। তবে নিজের কাজটা ঠিকঠাক করে ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন লরা উলভার্ট। উইমেন’স বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করে তালিকায় দুই ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।
মেয়েদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করেছে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে বিশ্বকাপ জয়ী ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারকে পেছনে ফেলেছেন উলভার্ট।
দুইয়ে নেমে যাওয়া মান্ধানার রেটিং পয়েন্ট ৮১১। তার চেয়ে স্রেফ ৩ পয়েন্ট বেশি উলভার্টের (৮১৪)। ৭৩৮ পয়েন্ট নিয়ে তিনে গার্ডনার।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে ১৬৮ রান করেন উলভার্ট। ১৪৩ বলের ইনিংসে ৪টি ছক্কার সঙ্গে মারেন ২০টি চার। ভারতের বিপক্ষে হেরে শিরোপা স্বপ্ন ভাঙার ম্যাচে ১ ছক্কা ও ১১ চারে ৯৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন তিনি।
এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫৭১ রান করেন উলভার্ট ৭১.৩৭ গড় ও ৯৮.৭৮ স্ট্রাইক রেটে। এক বিশ্বকাপে যা সবচেয়ে বেশি রানের রেকর্ড।
জেমিমা রদ্রিগেসের অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে, অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। ১২৭ রানের অপরাজিত ওই ইনিংসের সৌজন্যে ৯ ধাপ এগিয়ে দশম স্থানে আছেন জেমিমা। ওই ম্যাচে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ১৩ ধাপ এগিয়ে আছেন ত্রয়োদশ স্থানে।
আরেক অস্ট্রেলিয়ান এলিসা পেরির উন্নতি ৩ ধাপ, অবসরের ঘোষণা দেওয়া নিউ জিল্যান্ডের সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে আছেন সপ্তম স্থানে। বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর ৪ ধাপ এগিয়ে ১৪ নম্বরে।
ফাইনালে ৮৭ রানের ইনিংস খেলা শেফালি ভার্মার অগ্রগতি ২৪ ধাপ, আছেন যৌথভাবে ৭৪তম স্থানে।
বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চূড়ায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। ২ ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ। সেমি-ফাইনালে ২০ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন তিনি।
ভারতের শ্রী চারানি ৭ ধাপ এগিয়ে ২৩তম স্থানে। তার সতীর্থ আমানজোত কৌরের (৮১তম) উন্নতি ৪ ধাপ।
অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে গার্ডনার। দুই ও তিনে যথাক্রমে ক্যাপ ও হেইলি ম্যাথিউস। এক ধাপ এগিয়ে চারে উঠেছেন দীপ্তি শার্মা।
আপনার মতামত লিখুন :