
ত্রিপুরা রাজ্য দলের সাবেক অধিনায়ক রাজেশ বনিক পরপারে পাড়ি জমালেন ৪০ বছর বয়সে। পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে সড়ক দুর্ঘটনায় তার মৃতু হয়।
ত্রিপুরার হয়ে ৪২টি প্রথম শ্রেণির ম্যাচ ও ২৪টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন রাজেশ। নেতৃত্ব দিয়েছেন দলকে। খেলা ছাড়ার পর অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে খুব সমৃদ্ধ রেকর্ড নয় রাজেশের। তবে বয়সভিত্তিক ক্রিকেটে সমগ্র ভারতের সম্ভাবনাময় ক্রিকেটারদের একজন ছিলেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন তিনি আম্বাতি রায়ডু, ইরফান পাঠানদের সঙ্গে। ২০০০ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল অনূর্ধ্ব-১৫ আসরে খেলেছেন। ভারতের অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ইংল্যান্ড সফরেও গেছেন।
জাতীয় পর্যায়ে পরে আর সেভাবে আলো ছড়াতে পারেননি তিনি। তবে ত্রিপুরার হয়ে বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেটে খেলেছেন অনেক ম্যাচ। তার সময়ে তিনি ছিলেন ত্রিপুরার সেরা ব্যাটসম্যানদের একজন।
প্রতিভা চেনার চোখ খুব ভালো ছিল বলে পরে তাকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক করা হয়। ত্রিপুরার ক্রিকেটে অবদান রেখেছেন তিনি নানাভাবে।
রাজেশের মৃত্যুতে আগরতলায় বাংলার বিপক্ষে রাঞ্জি ট্রফির ম্যাচে হাতে কালো ফিতা পরে খেলছে ত্রিপুরা দলের ক্রিকেটাররা। তাকে শেষ বিদায় জানাতে শনিবার আগরতলায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দপ্তরে ছিল বিশেষ আয়োজন।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :