
প্রথম ম্যাচে গ্যালারিতে ছিল দর্শকের জোয়ার। দ্বিতীয় ম্যাচে শুক্রবার সকাল থেকেও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আসতে থাকে দর্শকরা। কিন্তু ব্যাট-বলের লড়াই এদিন তাদের উপভোগ করা হলো না। আগের দিনের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের দ্বিতীয় ওয়ানডে।
সকাল ১০টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। সকাল থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও, আউটফিল্ড না শুকানোয় টসই করা সম্ভব হয়নি।
প্রথম ম্যাচ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ রানে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি হবে আগামী সোমবার, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে (আগের শহীদ কামারুজ্জামান স্টেডিয়াম)। একই মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে আগামী ৬ ও ৯ নভেম্বর।
আপনার মতামত লিখুন :