
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়েও। ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে এগিয়েছেন তিনি ২৪ ধাপ। ওই ম্যাচেই বল হাতে অসামান্য অবদান রেখে বোলারদের তালিকায় অনেকটা এগিয়েছেন নাসুম আহমেদ ও তানভির ইসলাম।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি বুধবার যথারীতি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। ওয়ানডে সিরিজের ওই ম্যাচেই দলের জয়ে অবদান রেখে অলরাউন্ডারদের তালিকায় এগিয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ১-১ সমতার পর, শেষটিতে দলকে ২৯৬ রানের পুজি গড়ে দেওয়ায় মূল ভূমিকা রাখেন সৌম্য। ৮৬ বলে ৯১ রানের ইনিংস খেলেন তিনি। এতে ২৪ ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে এখন ৬২ নম্বরে আছেন বাঁহাতি ব্যাটসম্যান।
ওই ম্যাচেই তিন নম্বরে নেমে ২৮ রান করা তৌহিদ হৃদয় আছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে, ৩৫তম স্থানে। আর সেদিন ৪৪ রান করা নাজমুল হোসেন শান্ত এক ধাপ এগিয়ে আছেন ৪২ নম্বরে।
পরে অসাধারণ বোলিং নৈপুণ্যে উইন্ডিজকে ১১৭ রানে গুটিয়ে ১৭৯ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় ভূমিকা নাসুমের; ছয় ওভারে ১১ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এতে ২৪ ধাপ এগিয়ে তিনি বোলারদের র্যাঙ্কিংয়ে আছেন ৪৭ নম্বরে।
ওই ম্যাচে তিনটি উইকেট নেন রিশাদ হোসেনও। তিনি চার ধাপ এগিয়ে আছেন ৬২ নম্বরে।
আর দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তানভির ইসলাম। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে ১৭ নম্বরে আছেন মিরাজ। ২৭ ধাপ এগিয়ে ইংল্যান্ডের ব্রাইডন কার্সের সঙ্গে যৌথভাবে ৬৮ নম্বরে আছেন তানভির।
ওয়ানডের অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চতুর্থ স্থানে আছেন মিরাজ। শীর্ষ তিনেও নেই পরিবর্তন; সবার ওপরে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই, দুইয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও তিনে আফগানিস্তানের মোহাম্মদ নাবি।
বিশাল ব্যবধানে হেরে যাওয়া ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উজ্জ্বল পারফর্মার ছিলেন আকিল হোসেন। ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে আছেন তিনি।
এই দুই দলের মধ্যে গত সোমবার অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিও এসেছে এবারের হালনাগাদের হিসেবে। টপ ও মিডল অর্ডারদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি ১৬ রানে হেরে গেছে বাংলাদেশ।
চট্টগ্রামের ওই ম্যাচে ২৫ বলে ২৮ রান করা তৌহিদ হৃদয় কেবল র্যাঙ্কিংয়ে এগিয়েছেন; দুই ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের মধ্যে আছেন ৪৩ নম্বরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে সাইফ হাসান, দুই ধাপ পিছিয়ে আছেন ২০ নম্বরে। তানজিদ হাসান ও লিটন কুমার দাসরাও পিছিয়েছেন।
ওই ম্যাচেই দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ে ভূমিকা রাখা শেই হোপ, ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েলের উন্নতি হয়েছে।
অপরাজিত ৪৬ রান করা অধিনায়ক হোপ এক ধাপ এগিয়ে আছেন ১৪ নম্বরে। আর ৩৩ রান করা কিং পাঁচ ধাপ এগিয়ে আছেন ২৮ নম্বরে এবং অপরাজিত ৪৪ রানে জয় নিয়ে ফেরা পাওয়েল ৯ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে।
এই ম্যাচে কোনো উইকেট না পেলেও বোলারদের তালিকায় উন্নতি হয়েছে নাসুমের। ৯ ধাপ এগিয়ে তিনি আছেন ২৯ নম্বরে। এছাড়া বাংলাদেশের উন্নতি হয়েছে কেবল রিশাদের।
দেশের বাকি সবার অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
সেদিন দুই উইকেট নিয়ে উইন্ডিজের জয়ে অবদান রাখা আকিল হোসেন আগের মতোই আছেন দ্বিতীয় স্থানে।
আপনার মতামত লিখুন :