
জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলার চলার সময়ে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগ দলের ফিজিও হাসান আহমেদ।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে রোববার খুলনা ও রবিশালের তৃতীয় দিন খেলার সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে দ্রুত ৪৭ বছর বয়সী হাসান আহমেদকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। বরিশালের পেসার ইয়াসিন আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হাসান আহমেদ গত এক দশক ধরে বরিশাল বিভাগীয় দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করছিলেন। সোমবারও তিনি সেই দায়িত্ব পালনের জন্য দলের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি এক বিবৃতিতে হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস-এ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছিলেন হাসান আহমেদ। তার প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে পালন করা হবে এক মিনিট নীরবতা। এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনে অংশ নেওয়া দলগুলোও তার স্মরণে শ্রদ্ধা জানাবে।
আপনার মতামত লিখুন :