
জাতীয় ক্রিকেট লিগ
জয়ের মঞ্চ আগের দিনই তৈরি করে রেখেছিল খুলনা। প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে ইনিংস ব্যবধানে জেতার আশায় ছিল তারা। যদিও শেষ পর্যন্ত চাওয়া পূরণ হয়নি। তবে বরিশালকে উড়িয়ে জাতীয় লিগের শিরোপা পুনরুদ্ধারের অভিযান বেশ ভালোভাবেই শুরু করল দলটি।
ঘরের মাঠে সোমবার বরিশালকে ৭ উইকেটে হারিয়েছে আফিফ হোসেন, এনামুল হক, সৌম্য সরকারদের দল। প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে ২২৪ রানে গুটিয়ে দেয় তারা। পরে ৩৮ রানের লক্ষ্য ছুঁতে হারায় ৩ উইকেট।
খুলনার জয়ের নায়ক আফিফ। অফ স্পিনে প্রথম ইনিংসে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নেন তিনি ৩১ রান খরচায়। দ্বিতীয় ইনিংসে তার শিকার ৫১ রানে ২ উইকেট।
ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ৪ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বরিশাল। আগের দিনের ৩ রানের সঙ্গে আর ১০ রান যোগ করে প্রথম ঘণ্টায় বিদায় নেন তাসামুল হক। কয়েক ওভার পর ড্রেসিং রুমে ফেরেন মইন খান।
২৪ রান নিয়ে দিন শুরু করা অভিজ্ঞ শামসুর পঞ্চাশ ছোঁয়ার কাছেই ছিলেন। কিন্তু ৪৪ রানে তাকে কট বিহাইন্ড করে দেন আফিফ। শামসুল ইসলাম, রুয়েল মিয়া ও ইয়াসিন আরাফাতের অবদানে ইনিংস ব্যবধানে হার এড়িয়ে উল্টো লিড নেয় বরিশাল।
ছোট লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারে ফিরে যান এনামুল হক। ২ চারে ১০ রান করে বিদায় নেন সৌম্য সরকার। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান ইমরানউজ্জামান। অমিত মজুমদার ও ইয়াসিন মুনতাসিরের ব্যাটে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় খুলনা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৩১৩
বরিশাল ১ম ইনিংস: ১২৬
বরিশাল ২য় ইনিংস: (ফলো-অন) ৭৩.৫ ওভারে ২২৪/১০ (আগের দিন ১১৯/৪) (শামসুর ৪৪, তাসামুল ১৯, মইন ১৪, শামসুল ২৩, তানভির ৬, রুয়েল ১০, মিশু ১৩; হালিম ১২-২-৩২-২, নাহিদুল ২০-৩-৫১-২, সফর ১২-১-৪৩-১, আফিফ ১৮-২-৫১-২, ইয়াসিন ১১.৫-১-৪০-২)
খুলনা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৮) ১০.৫ ওভারে ৩৮/৩ (এনামুল ১, সৌম্য ১০, অমিত ২২*, ইমরানুজ্জামান ০, ইয়াসিন ৪*; মিশু ২-০-৯-১, মইন ৫-১-১৯-০, রুয়েল ২-১-৫-০, শামসুর ১.৫-১-৪-২)
ফল: খুলনা ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আফিফ হোসেন
আপনার মতামত লিখুন :