
আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিপর্বের শুরুটা ভালো হলো না সাদমান ইসলামের। জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে রানের দেখা পাননি এই ওপেনার। ব্যর্থ হলেন কিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলামও। তবে সেঞ্চুরি দিয়ে আসর শুরু করলেন অভিজ্ঞ মার্শাল আইয়ুব।
প্রথম শ্রেণির ক্রিকেটে মার্শালের ২৭তম সেঞ্চুরির পরও প্রথম দিনেই ২২১ রানে গুটিয়ে গেছে ঢাকা। জবাবে ২ উইকেটে ৬৫ রান রানে শনিবার দিন শেষ করেছে রংপুর।
রংপুরের ইনিংসে শুরুতেই ফিরেছেন মোসাদ্দেক। থিতু হয়ে শেষ বেলায় ফিরেছেন নবিন ইসলাম।
৩৩ রানে ব্যাট করছেন ওপেনার আব্দুল্লাহ আল মামুন। তার সঙ্গী আবু হাশিম এখনও রানের দেখা পাননি।
এর আগে সিলেট একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ঢাকা। মাত্র ১৩ রানে হারায় ৩ উইকেট।
৮ বল খেলে রানের খাতা খুলতে পারেননি সাদমান। মেহেদি হাসানের বলে কট বিহাইন্ড হন বাঁহাতি এই ওপেনার। রনি তালুকদারও ধরা পড়েন আকবর আলির গ্লাভসে।
১২ রান করে আশিকুর রহমান শিবলি বোল্ড হয়ে যান মেহেদি হাসানের বলে।
এরপর সেরা জুটি পায় ঢাকা। জিশান আলমের সঙ্গে মার্শালের দারুণ জুটিতে এগিয়ে যায় তারা।
ব্যক্তিগত ৬৪ রানে জিশান রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লে ছন্দপতন ঘটে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে গুটিয়ে যায় ঢাকা। দলটি শেষ ৭ উইকেট হারায় কেবল ৫০ রানে।
রিপন মণ্ডল ছাড়া শেষ ৬ ব্যাটসম্যানের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১৩ চারে ১৬১ বলে ১০৫ রান করেন মার্শাল। জিশান পরে মাঠে ফিরলেও তেমন কিছু করতে পারেননি। ১০৮ বলে এক ছক্কা ও আট চারে তিনি থামেন ৭১ রানে।
৪৭ রানে ৩ উইকেট নিয়ে রংপুরের সেরা বোলার আবু হাশিম।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ১ম ইনিংস: ৬৩.৩ ওভারে ২২১ (সাদমান ০, রনি ১, আশিকুর ১২, জিশান ৭১, মার্শাল ১০৫, মাহিদুল ১, তাইবুর ২, নাজমুল ৬, রিপন ১৩, এনামুল ১, সাকিল ০*; রবিউল ৭.৪-২-৩০-১, মেহেদি ৮.২-২-২৪-২, আলাউদ্দিন ৫-০-৪২-০, আল মামুন ৪-০-১৪-০, আবু হাশিম ১৮-৬-৪৭-৩, নাসির ১২.৩-২-৩১-২, তানবীর ৮-০-২৯-১)
রংপুর ১ম ইনিংস: ১৯ ওভারে ৬৫/২ (মোসাদ্দেক ৬, আল মামুন ৩৩*, নবিন ২১, আবু হাশিম ০*; রিপন ৫-১-১৩-১, সাকিল ৩-২-১৩-০, এনামুল ৪-০-১২-১, নাজমুল ৩-০-১৪-০, জিশান ২-০-৭-০, তাইবুর ২-১-১-০)
ময়মনসিংহের অভিষেকে আরিফুলের সেঞ্চুরি
বিভাগ হওয়ার লম্বা সময় পর ২৭তম আসর দিয়ে জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হলো ময়মনসিংহের। দলের বিশেষ দিনটি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি দিয়ে রাঙালেন তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন আব্দুল মজিদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার প্রথম দিনের খেলা শেষে ময়মনসিংহের রান ৭ উইকেটে ২৬৮।
১৬ রানে ব্যাট করছেন আবু হায়দার। ১০ রানে ব্যাট করছেন শহিদুল ইসলাম।
টস হেরে ব্যাট করতে নেমে সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেনের দারুণ বোলিংয়ে শুরুটা ভালো হয়নি ময়মনসিংহের।
ম্যাচের দ্বিতীয় বলে শূন্য রানে ফেরেন মাহফিজুল ইসলাম। মোহাম্মদ নাঈম শেখকে বোল্ড করেন খালেদ। পরে আইচ মোল্লাকে কট বিহাইন্ড করেন তিনি।
২১ রানে ৩ উইকেট হারানো ময়মনসিংহকে এরপর টানেন মজিদ ও আরিফুল। তাদের ১২৭ রানের জুটি ভাঙে মজিদ রান আউট হলে। ১৩৯ বলে ৯ চারে মজিদ করেন ৬৫ রান।
দায়িত্বশীল ব্যাটিংয়ে নিজের আগের সেরা ৬২ ছাড়িয়ে ২০১ বলে তিন অঙ্ক স্পর্শ করেন আরিফুল। এরপরেই ফেরেন তিনি। ২০৮ বলে ১০ চারে করেন ১০১ রান।
আরিফুলের পর তাহজিবুল ইসলামকেও ফেরান আসাদুল্লাহ আল গালিব। দিনের শেষ সময়টুকু কাটিয়ে দেন আবু হায়দার ও শহিদুল। তাদের ব্যাটে তিনশ ছোঁয়ার আশায় আছে ময়মনসিংহ।
৪৮ রানে ৩ উইকেট নেন পেসার খালেদ। ২৪ রানে ২ উইকেট নেন গালিব।
সংক্ষিপ্ত স্কোর:
ময়মনসিংহ ১ম ইনিংস: ৮০ ওভারে ২৬৮/৭ (মাহফিজুল ০, নাঈম ৭, আইচ ১১, মজিদ ৬৫, আরিফুল ১০১, শুভাগত ২, তাহজিবুল ৪৩, আবু হায়দার ১৬*, শহিদুল ১০*; ইবাদত ১৫-৩-৪৭-১, খালেদ ১৪-৩-৪৮-৩, তোফায়েল ১২-৪-২৬-০, রেজাউর ১০-০-৫৪-০, নাবিল ২৩-৩-৬১-০, গালিব ৬-২-২৪-২)
আপনার মতামত লিখুন :