
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ
দ্বাদশ ওভারে বোলিং পেয়ে দ্বিতীয় বলেই উইকেট। এরপর রীতিমতো উইকেট শিকারের উৎসবে মেতে উঠলেন অ্যালানা কিং। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের সাত জনকেই বিদায় করে রেকর্ড বইয়ে নাম লেখালেন অস্ট্রেলিয়ার লেগ স্পিনিং অলরাউন্ডার।
ইন্দোরে শনিবার সাত ওভারে দুই মেডেনে স্রেফ ১৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন কিং।
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে এই প্রথম ৭ উইকেট পেলেন কোনো বোলার। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট ছিল বিশ্বকাপে আগের সেরা বোলিং।
উইমেন’স ওয়ানডের ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেটের সপ্তম ঘটনা এটি। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই স্বাদ পেলেন কিং। দেশটির সেরা বোলিংও এখন তার। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে এলিস পেরির ২২ রানে ৭ উইকেট ছিল আগের সেরা।
কিংয়ের স্পিন জাদুতে ২৪ ওভারে স্রেফ ৯৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ছোট লক্ষ্য অস্ট্রেলিয়া ছুঁয়ে ফেলে ৭ উইকেট আর ১৯৯ বল হাতে রেখে।
এই জয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রথম পর্বে শীর্ষে থাকা নিশ্চিত করেছে আসরের একমাত্র অপরাজিত দল অস্ট্রেলিয়া। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। দুই দলই সেমি-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে আগেই।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ২ উইকেটে ৪২ রান। কিং বোলিংয়ে আসার পরই ধস নামে প্রোটিয়াদের ব্যাটিংয়ে।
নিজের প্রথম ওভারে কোনো রান না দিয়েই দুই উইকেট শিকার করেন কিং। পরের ওভারেও কোনো রান দেননি তিনি। তৃতীয় ওভারে পরপর দুই বলে নেন দুই উইকেট। প্রথম ১৫ বলে কোনো রান না দিয়েই নেন এই ৪ উইকেট!
পরের ওভারে আরেক ব্যাটারকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন কিং। পরে আরও দুই উইকেট নিয়ে তিনিই গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার ইনিংস।
৪৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ বা এর বেশি উইকেট পেলেন কিং। এই বছরের জানুয়ারিতে হোবার্টে ইংল্যান্ডের বিপক্ষে ৪৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :