
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ
অফিসিয়াল হিসেবে দর্শক সংখ্যা ২৫ হাজার ১৬৬ জন। মেয়েদের আইসিসি ইভেন্টের ইতিহামের গ্রুপ ম্যাচে এত দর্শক হয়নি আগে কখনোই। বলার অপেক্ষা রাখে না, সেই রেকর্ড দর্শকের প্রায় সবাই ভারতীয় সমর্থক। ম্যাচজুুড়ে তারা মুখর করে রাখলেন চারপাশ। তাদেরকে উল্লাসে ভাসিয়ে নিউ জিল্যান্ডকে হারিয়ে সেমি-ফাইনালে নিশ্চিত করে ফেলল ভারত।
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫৩ রানে জিতেছে ভারত।
মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ভারতের ইনিংসের শেষ দিকে বৃষ্টি নামায় প্রথম দফায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪৯ ওভারে। স্বাগতিকরা করে ৩ উইকেটে ৩৪০ রান।
ইনিংস বিরতিতে আরেক দফা বৃষ্টির পর নিউ জিল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫। ৮ উইকেট হারিয়ে ২৭১ পর্যন্ত যেতে পারে তারা।
আসরে প্রথম দুই ম্যাচে জয়ের পর টানা তিনটিতে হেরেছিল ভারত। আবার জয়ের স্বাদ পেল তারা। আগেই শেষ চারের টিকেট নিশ্চিত করা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গী হলো ভারত। বিদায় নিশ্চিত হয়ে গেল নিউ জিল্যান্ডের।
আট দলের প্রত্যেকের প্রথম পর্বে ম্যাচ বাকি আছে এখনও একটি করে।
ভারতের জয়ের ভিত গড়ে দেন তাদের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও প্রাতিকা রাওয়াল। ২১২ রানের উদ্বোধনী জুটি গড়ার পথে বেশ কিছু রেকর্ডে নাম লেখান তারা। সেঞ্চুরির দেখা পান দুজনই।
১৩ চার ও ২ ছক্কায় ১৩৪ বলে সর্বোচ্চ ১২২ রান করেন রাওয়াল। ১০ চার ও ৪ ছক্কায় ৯৫ বলে ১০৯ রান করে ম্যাচ-সেরার স্বীকৃতি পান মান্ধানা। ৫৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন জেমিমা রদ্রিগ্স।
নিউ জিল্যান্ডের হয়ে পঞ্চাশ ছাড়াতে পারেন দুজন। ৮৪ বলে ৮১ রান করেন ব্রুক হ্যালিডে। ৫১ বলে ৬৫ রানে অপরাজিত ছিলেন ইসাবেলা গেজ।
বোলিংয়ে ভারতের হয়ে ছয় জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান প্রত্যেকেই।
আরও পড়ুন:
আপনার মতামত লিখুন :