
গত জুনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবু তাকেই আবার টেস্ট নেতৃত্বের জন্য বিবেচনায় রেখেছে বিসিবি। বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক চূড়ান্ত করার আগে সম্ভাব্য তিন-চারজনের সঙ্গে কথা বলবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাদের মধ্যে শান্তও আছেন বলে জানা গেছে নানা সূত্রে।
শান্ত নেতৃত্ব ছাড়ার পর অনেক দিন পেরিয়ে গেলেও বাংলাদেশের টেস্ট ম্যাচ না থাকায় নতুন অধিনায়ক ঠিক করার তাড়া ছিল না বিসিবির। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আগামী মাসেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
‘‘টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব নিয়ে আমরা যেটা পলিসি নিয়েছি, সেটা হচ্ছে আমরা কয়েকজনের সাথে কথা বলব। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন্স কথা বলবে, যারা নির্বাচক আছে, তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন, তারা কথা বলবেন। কথা বলে তারা মনে করবে যে উপযুক্ত… পাশাপাশি যে অধিনায়ক হবে, তাকেও রাজি থাকতে হবে এবং তারপর সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হবে।’’
“আমরা তিন-চারজন ক্রিকেটারের সঙ্গে কথা বলব। এরপর সিদ্ধান্ত নির্ভর করবে সম্ভাব্য অধিনায়কের ইচ্ছা ও সক্ষমতার ওপর। তার ক্যালিবার, নানা মানদণ্ড পূরণ করলে এবং বেঞ্চমার্ক মিট করলে দ্রুতই জানানো হবে, কে হবে পরবর্তী টেস্ট অধিনায়ক।”
নেতৃত্বের ক্ষেত্রে বিসিবি সবশেষ সিদ্ধান্ত নিয়েছিল ওয়ানডে ক্রিকেটে। হুট করেই নাজমুল হোসেন শান্তকে সরিয়ে গত জুনে অধিনায়ক করা হয় মেহেদী হাসান মিরাজকে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বৃহস্পতিবার শেষ ম্যাচটি জিতে ওয়ানডে অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেয়েছেন এই অলরাউন্ডার। তবে তার নেতৃত্ব ১৩ ম্যাচে দলের জয় স্রেফ তিনটি। মাঠের ভেতরে-বাইরে তার অধিনায়কত্ব নিয়ে সমালোচনা ও প্রশ্নের শেষ নেই।
বোর্ড প্রধান অবশ্য বললেন, মিরাজের অধিনায়কত্ব বিচার করার সময় এখনও হয়নি।
‘‘আসলে একেবারে নতুন ক্যাপ্টেন। আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন’স ম্যাটেরিয়াল। ওকে তাই একটু সময় দিতে হবে। খেলায় তো জয়-পরাজয় থাকবেই। একজন অধিনায়কের যে ধরনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই সম্ভাবনাটা আছে।’’
আপনার মতামত লিখুন :