
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
নামিবিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে সেরে উঠতে পারেননি জেরল্ড কুটসিয়া। পাকিস্তান সফরে সাদা বলের দুই সিরিজেই তাই এই পেসারকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। ছিটকে গেছেন বিস্ফোরক ব্যাটসম্যান ডেভিড মিলারও।
টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক এইডেন মার্করামকে পাকিস্তানের বিপক্ষে রঙিন পোশাকের সিরিজ থেকে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাই ২০ ওভারের সিরিজে দলটিকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল মিলারের। এখন অধিনায়কত্ব করবেন ডনোভান ফেরেইরা। যার নেতৃত্বে নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছিল প্রোটিয়ারা।
প্রস্তুতির সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মিলার। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে আগে থেকেই নেই মিলার।
পেশির চোটে ভুগছেন ২৫ বছর বয়সী কুটসিয়া। চলতি মাসের শুরুর দিকে নামিবিয়ার বিপক্ষে ১.৩ ওভার করে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান তিনি। এরপর থেকে আছেন মাঠের বাইরে।
ঘরোয়া ক্রিকেটে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে পাকিস্তান সফর থেকে আগেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার কিউনা মাফাকা।
মিলার ও কুটসিয়ার জায়গায় টি-টোয়েন্টি দলে ম্যাথু ব্রিটস্কি ও এই সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা টনি ডি জর্জিকে যোগ করেছে দক্ষিণ আফ্রিকা। আর ওয়ানডে দলে ডাকা হয়েছে ওর্টনিল বার্টম্যানকে। টি-টোয়েন্টি দলে আগে থেকেই আছেন এই পেসার।
রাওয়ালপিন্ডিতে আগামী মঙ্গলবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ লাহোরে, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর। ওয়ানডে তিনটি হবে ফায়সালাবাদে, ৪, ৬ ও ৮ নভেম্বর।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ম্যাথু ব্রিটস্কি, টনি ডি জর্জি, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, ডনোভান ফেরেইরা (অধিনায়ক), রিজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস, ওটনিল বার্টম্যান।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল: ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান, জর্জ লিন্ডা, লিজাড উইলিয়ামস, লুঙ্গি এনগিডি, নাবাইয়োমজি পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, ওটনিল বার্টম্যান।
আপনার মতামত লিখুন :