
অস্ট্রেলিয়া-ভারত
ম্যাচের সপ্তম ওভারে জোড়া শিকার ধরলেন জাভিয়ের বার্টলেট। সেই ধাক্কা সামলে রোহিত শার্মা ও শ্রেয়াস আইয়ারের ব্যাটে ঘুরে দাঁড়ানো ভারতের মিডল অর্ডারে ছোবল দিলেন অ্যাডাম জ্যাম্পা। পরে লক্ষ্য তাড়ায় ম্যাথু শর্ট ও কুপার কনোলির পঞ্চাশ ছোঁয়া ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া।
অ্যাডিলেইডে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জয় ২ উইকেটে। ভারতের ২৬৪ রান ২২ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
এক ম্যাচ বাকি থাকতে তিন ওয়ানডের সিরিজ জয় নিশ্চিত করল স্বাগতিকরা।
ক্যারিয়ার সেরা ইনিংসে ২ ছক্কা ও ৪টি চারে ৭৮ বলে ৭৪ রান করেন তিনে নামা শর্ট। প্রথম ওয়ানডে ফিফটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন কনোলি। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ ছক্কা ও ৫টি চারে ৫৩ বলে ৬১ রান করেন এই অলরাউন্ডার।
দারুণ বোলিংয়ে ৬০ রানে ৪ উইকেট নিয়ে অবশ্য ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন লেগ স্পিনার জ্যাম্পা। প্রতিপক্ষকে নাগালে রাখতে ৩৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন পেসার বার্টলেট। অভিজ্ঞ পেসার মিচেল স্টার্কের প্রাপ্তি দুটি।
ভারতকে লড়ার মতো পুঁজি এনে দেওয়ার পথে ২ ছক্কা ও ৭ চারে ৭৩ রান করেন রোহিত। ৭৭ বলে ৬১ রান করতে ৭টি চার মারেন শ্রেয়াস। ৫ চারে ৪৪ রান আসে আকসার প্যাটেলের ব্যাট থেকে।
টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে চেপে ধরে অস্ট্রেলিয়া। বার্টলেটকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলে মিড-অফে ধরা পড়েন গিল। ওই ওভারের পঞ্চম বলে ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে যান ভিরাট কোহলি।
ওয়ানডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন ও ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কোহলি টানা দুই ম্যাচে আউট হলেন শূন্য রানে। ৩০৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তিনি এই তেতো স্বাদ পেলেন প্রথমবার।
বার্টলেট-হেইজেলউডের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে স্রেফ ২৯ রান করতে পারে ১৭ রানে ২ উইকেট হারানো ভারত।
এদিন শুরুতে একটু বেশিই মন্থর ছিলেন রোহিত। পাওয়ার প্লের ৬০ বলের ৪৩টিই খেলেন তিনি, করতে পারেন কেবল ১৯ রান। এরপর রানের গতিতে দম দেন ভারতের সাবেক অধিনায়ক।
মিচেল ওয়েনকে দুটি ছক্কায় ওড়ানো রোহিত ৭৪ বলে স্পর্শ করেন পঞ্চাশ। ২০১৫ সালের পর যা তার সবচেয়ে মন্থর ওয়ানডে ফিফটি।
অন্যপ্রান্তে সাবধানী ছিলেন শ্রেয়াসও। ৬৭ বলে ২৩তম ওয়ানডে ফিফটিতে পা রাখেন শ্রেয়াস। এশিয়ার বাইরে যা তার সবচেয়ে মন্থর পঞ্চাশ।
দ্বিতীয় স্পেলে আক্রমণে এসে রোহিতকে বিদায় করে জমে যাওয়া ১১৮ রানের জুটি ভাঙেন স্টার্ক। দুই ওভার পর শ্রেয়াসের স্টাম্প ভেঙে দেন জ্যাম্পা। দুই থিতু ব্যাটসম্যানের বিদায়ের পর লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দার, নিতিশ কুমার রেড্ডি পারেননি দলকে বড় পুঁজির দিকে এগিয়ে নিতে।
এক প্রান্তে লড়াই করে যান আকসার। শেষ দিকে হার্শিত রানার ৩ চারে ১৮ বলে ২৪ রানের অপরাজিত ইনিংসে ২৬০ ছাড়ায় ভারতের রান।
রান তাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটাও খুব ভালো ছিল না। পাওয়ার প্লেতে ৪২ রান করে তারা মিচেল মার্শকে হারিয়ে। অষ্টম ওভারে আর্শদিপ সিংয়ের বলে কট বিহাইন্ড হন অস্ট্রেলিয়া অধিনায়ক।
থিতু হয়ে বিদায় নেন ট্রাভিস হেড, একটি করে ছক্কা-চারে করেন ৪০ বলে ২৮ রান।
শর্ট ও রেনশর ব্যাটে একশ ছাড়ায় অস্ট্রেলিয়ার রান। ৩০ রান করা রেনশকে বোল্ড করে ৫৫ রানের জুটি ভাঙেন আকসার।
ওয়াশিংটন সুন্দারের বলে অ্যালেক্স কেয়ারি স্টাম্প হারালে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে শর্ট ও কনোলির ব্যাটে কক্ষপথেই থাকে তারা। ৪৮ বলে ফিফটি করা শর্টকে বিদায় করেন হার্শিত।
এরপর স্বাগতিকদের এগিয়ে নেন কনোলি ও মিচেল ওয়েন। আগ্রাসী ব্যাটিংয়ের পথ বেছে নেন ওয়েন। হার্শিতকে চারের পর ছক্কায় ওড়ান তিনি। ভারতীয় পেসারের পরের ওভারেও একটি ছক্কা হাঁকান ওয়েন।
পরে আকসারকে চার ও ছক্কা মারা এই ব্যাটসম্যানের ঝড় থামিয়ে ৩৯ বলে ৫৯ রানের বন্ধন ভাঙেন ওয়াশিংটন। ৩ ছক্কা ও ২ চারে ২৩ বলে ৩৬ রান করেন ওয়েন। আগের ওভারে সিরাজকে ছক্কা ও চার মারা কনোলি ফিফটি করেন ৪২ বলে।
ওয়েন যখন বিদায় নেন, ৪৫ বলে ১৯ রান দরকার ছিল অস্ট্রেলিয়া। বার্টলেটের পর স্টার্ক ফিরে গেলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কনোলি।
সিডনিতে তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ২৬৪/৯ (রোহিত ৭৩, গিল ৯, কোহলি ০, শ্রেয়াস ৬১, আকসার ৪৪, রাহুল ১১, ওয়াশিংটন ১২, নিতিশ ৮, হার্শিত ২৪, আর্শদিপ ১৩, সিরাজ ০; স্টার্ক ১০-০-৬২-২, হেইজেলউড ১০-২-২৯-০, বার্টলেট ১০-১-৩৯-৩, ওয়েন ২-০-২০-০, জ্যাম্পা ১০-০-৬০-৪, কনোলি ৩-০-১১-০, শর্ট ৩-০-২৩-০, হেড ২-০-১৬-০)
অস্ট্রেলিয়া: ৪৬.২ ওভারে ২৬৫/৮ (মার্শ ১১, হেড ২৮, শর্ট ৭৪, রেনশ ৩০, কেয়ারি ৯, কনোলি ৬১, ওয়েন ৩৬, বার্টলেট ৩, স্টার্ক ৪, জ্যাম্পা ০; সিরাজ ১০-০-৪৯-১, আর্শদিপ ৮.২-০-৪১-২, হার্শিত ৮-০-৫৯-২, ওয়াশিংটন ৭-০-৩৭-২, নিতিশ ৩-০-২৪-০, আকসার ১০-০-৫২-১)
ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: অ্যাডাম জ্যাম্পা
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
আপনার মতামত লিখুন :