ঢাকা মেট্রোর ক্রিকেটারদের অনুরোধেও আগের সিদ্ধান্ত থেকে সরে এলো না বিসিবি। টানাপোড়েন আর অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত জাতীয় ক্রিকেট লিগে অভিষেক হচ্ছে ময়মনসিংহের। নতুন এই দলকে রেখে ঘোষণা করা হলো জাতীয় ক্রিকেট লিগের সূচি।
দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৫ অক্টোবর। নতুন মৌসুম শুরু হচ্ছে নতুন দলের খেলা দিয়েই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগের সঙ্গে লড়বে ময়মনসিংহ বিভাগ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরদিন শুরু হবে রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের লড়াই। ২৭ অক্টোবর খুলনায় শুরু খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ। ২৮ অক্টোবর থেকে রাজশাহীতে লড়বে রাজশাহী বিভাগ ও চট্টগ্রাম বিভাগ।
এবার এভাবেই প্রতিটি ম্যাচ শুরু হবে এক দিন পরপর। প্রতি রাউন্ড শেষেই বিরতি আছে অন্তত তিন দিন করে।
ওই চার মাঠ ছাড়া মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, কক্সবাজারের দুই মাঠ, বগুড়া ও চট্টগ্রামেও হবে খেলা।
এমনিতে গত তিন মৌসুম থেকে ঘরোয়া ক্রিকেটে ডিউক বলে খেলা হলেও এবার প্রথম দুই রাউন্ডে খেলা হবে কুকাবুরা বলে। আয়ারল্যান্ডের সঙ্গে আগামী মাসের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্যই বিশেষ এই পদক্ষেপ নিয়েছে টেকনিক্যাল কমিটি। বাকি রাউন্ডগুলো ডিউক বলেই হবে।
জাতীয় লিগে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করার দাবি ছিল অনেক দিনের। নানা সময়েই নানা কারণ দেখিয়ে সেই দাবিকে দূরে ঠেলেছে বিসিবি। গত ৯ অগাস্ট সভায় ঠিক করা হয়, ঢাকা মেট্রো দলকে বিলুপ্ত করে ময়মনসিংহকে অন্তর্ভুক্ত করা হবে।
তবে পরে ঢাকা মেট্রোর ক্রিকেটাররা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দেখা করে দাবি জানা এই দলকে রেখে দিতে। প্রয়োজনে দল বাড়িয়ে হলেও ঢাকা মেট্রোকে রেখে দেওয়ার অনুরোধ করা হয়। বোর্ড সভাপতির পক্ষ থেকে আশ্বাসও দেওয়া হয়। শেষ পর্যন্ত দলটি আর টিকল না। বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ১০ বছর পর তাই জাতীয় লিগে খেলতে যাচ্ছে ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :