দিনের প্রথম ওভারেই উইকেট পতন, দুই ওভার পর আরেকটি। জোড়া ধাক্কা সামলে আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তান শিবিরে ভীতি ছড়ালেন ডেওয়াল্ড ব্রেভিস। ফিফটি করে তার বিদায়ের পর অবশ্য আর দাঁড়াতে পারল না দক্ষিণ আফ্রিকা। দারুণ জয়ে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান জিতেছে ৯৩ রানে। লাহোরে ২৭৭ রানের লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৮৩ রানে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। জয় দিয়ে শুরু হলো পাকিস্তানের পথচলা। আগের চক্রের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা ভালো হলো না। টানা ১০ টেস্ট জয়ের পর হারের তেতো স্বাদ পেল প্রোটিয়ারা।
দ্বিতীয় ইনিংসে ৪টিসহ ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের নায়ক নোমান আলি। ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার ২০ টেস্টের ক্যারিয়ারে তৃতীয়বার পেলেন এই স্বাদ।
দক্ষিণ আফ্রিকার শেষ তিনটিসহ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন পেসার শাহিন শাহ আফ্রিদিও।
পাকিস্তানের মাটিতে টেস্টে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ার চ্যালেঞ্জ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। স্পিন সহায়ক উইকেটে তৃতীয় দিন শেষে জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল ২২৬ রান, আর স্বাগতিকদের ৮ উইকেট।
বুধবার দিনের তৃতীয় বলেই টনি ডি জর্জিকে এলবিডব্লিউ করে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন আফ্রিদি। নতুন ব্যাটসম্যান ট্রিস্টান স্টাবস টিকতে পারেন কেবল আট বল। তাকে স্লিপের ক্যাচ বানিয়ে তৃতীয় শিকার ধরেন নোমান।
২ উইকেটে ৫১ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৪ উইকেটে ৫৫।
এরপরই উইকেটে যাওয়া ব্রেভিস শুরুতে কিছুটা সময় নেন, পরে শুরু করেন পাল্টা আক্রমণ। নোমানের একই ওভারে চার বলের মধ্যে মারেন দুটি চার ও একটি ছক্কা। নোমানের আরেক ওভারে একটি করে চার ও ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি ৫১ বলে।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান রায়ান রিকেলটনের সঙ্গে জমে ওঠে ব্রেভিসের জুটি। কিন্তু নোমানের পরের ওভারে রিভার্স সুইপে চার মারার এক বল পরই চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে যান ব্রেভিস। ৬ চার ও ২ ছক্কায় তিনি করেন ৫৪ বলে ৫৪ রান।
৭৩ রানের জুটি ভাঙার পর দক্ষিণ আফ্রিকার আশাও কার্যত শেষ হয়ে যায়। খানিক পর রিকেলটনকে (১৪৫ বলে ৪৫) থামান অফ স্পিনার সাজিদ খান। পরে তার শিকার সেনুরান মুথুসামি। নিজের পরপর দুই ওভারে তিন উইকেট নিয়ে ম্যাচের ইতি টেনে দেন আফ্রিদি।
কাজে এলো না ম্যাচে স্পিনার মুথুসামির ১১ উইকেট। স্রেফ ১৭ রানে শেষ ৬ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৬৭ রানে গুটিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রথম ইনিংসে ১০৯ রানের লিড মূলত এগিয়ে রাখে স্বাগতিকদের।
আগামী সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস: ৩৭৮
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৬৯
পাকিস্তান ২য় ইনিংস: ১৬৭
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৭) (আগের দিন ৫১/২) ৬০.৫ ওভারে ১৮৩ (রিকেলটন ৪৫, ডি জর্জি ১৬, স্টাবস ২, ব্রেভিস ৫৪, ভেরেইনা ১৯, মুথুসামি ৬, হার্মার ১৪, সুব্রায়েন ৮, রাবাদা ০; হাসান ৬-০-১৪-০, নোমান ২৮-৪-৭৯-৪, সাজিদ ১৪-১-৩৮-২, সালমান ৪-১-৭-০, আফ্রিদি ৮.৫-১-৩৩-৪)
ফল: পাকিস্তান ৯৩ রানে জয়ী
সিরিজ: ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ১-তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: নোমান আলি
আপনার মতামত লিখুন :