আইসিসি র্যাঙ্কিং
বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পথে বল হাতে বড় অবদান রাখার পুরস্কার পেয়েছেন রাশিদ খান। এই সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় চূড়ায় জায়গা করে নিয়েছেন আজমাতউল্লাহ ওমারজাই।
বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন বাংলাদেশের তানজিম হাসান ও তানভির ইসলাম। ২৪ ধাপ এগিয়েছেন পেসার তানজিম। আর বাঁহাতি স্পিনার তানভিরের অগ্রগতি ২৭ ধাপ।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৪ ধাপ উন্নতি করে বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে আছেন সবার ওপরে, ২৪ নম্বরে। সিরিজে তার প্রাপ্তি ছিল পাঁচ উইকেট।
তিন ম্যাচের সিরিজে দ্বিতীয়টিতে পাঁচটিসহ মোট ১১ উইকেট নেন রাশিদ। ৫ ধাপ এগিয়ে সিংহাসন পুনরুদ্ধার করেছেন তিনি। সবশেষ চূড়ায় ছিলেন গত বছরের নভেম্বরে।
পেস বোলিংয়ে সিরিজে ৭ উইকেট নেওয়া ওমারজাই বোলারদের মধ্যে এগিয়েছেন ১৯ ধাপ, আছেন ২১তম স্থানে। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই ২৩ নম্বরে আছেন তিনি। আর অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষে।
আফগানিস্তানের বিপক্ষে বোলিংটা ভালোই করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ৫ উইকেট নেওয়া তানজিমের অবস্থান এখন ৬৭তম। চার উইকেট নিয়ে সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন তানভির, আছেন ৯৭তম স্থানে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের শুবমান গিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ সেরা হওয়া ইব্রাহিম জাদরান ৮ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন। সিরিজে সর্বোচ্চ ২১৩ রান করেছেন আফগান ওপেনার।
দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ রান করে দুই ধাপ উন্নতি করেছেন রাহমানউল্লাহ গুরবাজ। এই ওপেনার আছেন ১৬ নম্বরে।
ব্যাটিং বিভাগের হতশ্রী পারফরম্যান্সের সিরিজে তাওহিদ হৃদয় এগিয়েছেন ৭ ধাপ। তিন ম্যাচে যথাক্রমে ৫৬, ২৪ ও ৭ রান করা মিডল অর্ডার ব্যাটসম্যান আছেন ৪২ নম্বরে। তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের কেউ। প্রথম ম্যাচে ৬০ রান করা মিরাজের উন্নতি পাঁচ ধাপ, আছেন ৬৫তম স্থানে।
এক ম্যাচেও দুই অঙ্ক ছুঁতে না পারা নাজমুল হোসেন শান্তর অবনতি ১২ ধাপ, অবস্থান ৪৩তম। প্রথম দুই ম্যাচ খেলে ২৮ রান করা জাকের আলি পিছিয়েছেন ১৭ ধাপ, আছেন ৭৫ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে ওপেনার তানজিদ হাসান এখন ৯৩তম স্থানে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দিল্লি টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই হালনাগাদে। ৭ উইকেটে জেতা ম্যাচের প্রথম ইনিংসে ১৭৫ রান করা ভারত ওপেনার ইয়াশাসভি জয়সওয়াল দুই ধাপ এগিয়ে এখন পঞ্চম স্থানে।
সেঞ্চুরি করা ক্যারিবিয়ান দুই ব্যাটসম্যান শেই হোপের (৬৬তম) উন্নতি ৩৪ ধাপ এবং জন ক্যাম্পবেলের (৬৮তম) ছয় ধাপ।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ইংল্যান্ডের জো রুট। বোলারদের মধ্যে চূড়ায় ভারতের জাসপ্রিত বুমরাহ।
বোলারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ। উল্লেখযোগ্য আর তেমন কারো উন্নতি হয়নি।
টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বরে ভারতের রাভিন্দ্রা জাদেজা।
আপনার মতামত লিখুন :