ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে জোড়া ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। সিরিজের শুরুটায় তারা পাচ্ছে না অ্যাডাম জ্যাম্পা ও জশ ইংলিসকে। দলের মূল স্পিনার জ্যাম্পা থাকছেন না প্রথম ম্যাচে, এই সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন ইংলিশ খেলতে পারবেন না প্রথম দুই ম্যাচে।
তাদের বদলে প্রথম ওয়ানডের দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কিপার-ব্যাটার জশ ফিলিপি।
জ্যাম্পা খেলতে পারবেন না সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার সময়। তাদের প্রথম সন্তান পৃথিবীর আলোয় আসতে পারে প্রথম ওয়ানডের আগেই। তবে উত্তর নিউ সাউথ ওয়েলসে নিজের বাড়ি থেকে প্রথম ম্যাচের ভেন্যু পার্থে যাওয়ার মতো পর্যাপ্ত সময় হয়তো তিনি পাবেন না। সেই ম্যাচে তাই বাইরে থাকার সিদ্ধান্তই নিয়েছেন। অ্যাডিলেইড ও সিডনিতে পরের দুই ম্যাচে তিনি খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে।
ইংলিস খেলতে পারবেন না চোটের কারণে। পেশির যে চোট তাকে সবশেষ নিউ জিল্যান্ড সফর থেকে ছিটকে দিয়েছিল, সেটি এখনও কাটিয়ে উঠতে পারেননি আগ্রাসী এই ব্যাটসম্যান। ২৫ অক্টোবর সিডনিতে তৃতীয় ম্যাচে তাকে পাওয়ার আশা করছে দল।
শেফিল্ড শিল্ডের ম্যাচে ব্যস্ত থাকার কারণে সিরিজের প্রথম ম্যাচে অ্যালেক্স কেয়ারির খেলতে না পারা নিশ্চিত ছিল আগেই। কেয়ারি-ইংলিস কেউ না থাকায় কিপিংয়ের প্রয়োজনে ডাকা হয়েছে ফিলিপিকে। তিনটি ওয়ানডে খেলেছেন তিনি অস্ট্রেলিয়ার হয়ে, সবশেষটি ২০২১ সালের জুলাইয়ে। দ্বিতীয় ম্যাচেই ফিরবেন কেয়ারি, ফিলিপির দায়িত্ব তাই এক ম্যাচেই শেষ।
কুনেমানও থাকবেন কেবল প্রথম ম্যাচেই। তিনি খেলেছেন চারটি ওয়ানডে, সবশেষটি ২০২২ সালের জুনে। দেশের মাঠে এই প্রথম ওয়ানডে খেলবেন ২৯ বছর বয়সী স্পিনার।
গত কয়েক মাসে অস্ট্রেলিয়া দলের হয়ে টানা বিভিন্ন সিরিজ ও সফরে ছিলেন তিনি। জুনে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের টেস্ট ো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে এবং সবশেষ এই মাসের শুরুতে নিউ জিল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু এতগুলো সিরিজে ম্যাচ খেলতে পেরেছেন স্রেফ একটিই, ক্যারিবিয়ানে দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ শুরু আগামী রোববার। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ অক্টোবর।
আপনার মতামত লিখুন :