টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারের পর অবশেষে জ্বলে উঠল ওয়েস্ট ইন্ডিজ। দারুণ বোলিংয়ে নেপালকে অল্প রানে গুটিয়ে দেওয়ার পর আমির জাঙ্গু ও আকিম ওগিসের বিস্ফোরক জুটিতে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার তৃতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের জয় ১০ উইকেটে।
তিন ম্যাচের সিরিজ নেপাল জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে যে কোনো সংস্করণে প্রথম ম্যাচ ও সিরিজ জয়, দুটি প্রাপ্তিই ধরা দিয়েছে তাদের এই সিরিজে। কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে তাদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ এটিই।
শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। এক বল বাকি থাকতে নেপাল গুটিয়ে যায় ১২২ রানে।
ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নেমে ১৫ রানে ৪ উইকেট শিকার করেন বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস। ম্যাচ-সেরাও তিনিই।
আগের ম্যাচে স্রেফ ৮৩ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ছোট লক্ষ্য ছুঁয়ে ফেলে ৪৬ বল হাতে রেখেই। এই সংস্করণে তাদের প্রথম ১০ উইকেটের জয় এটি।
অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ৬ ছক্কা ও ৫ চারে ৪৫ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জাঙ্গু। ৪টি চার ও দুটি ছক্কায় ২৯ বলে ৪১ রান করেন ওগিস।
প্রথম দুই ম্যাচে দুর্দান্ত কিছু ক্যাচ নেওয়া নেপালের ফিল্ডিংও বাজে হয় এদিন। ফিল্ডারের হাত ফসকে বেরিয়ে যায় লোপ্পা ক্যাচ, সহজ বল ধরতে গিয়ে হয়ে যায় বাউন্ডারি।
এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অভিষিক্ত জাঙ্গু ও ওগিসের ব্যাটে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪৭ রান। জাঙ্গু প্রথম ফিফটি করেন ৩৮ বলে। ছক্কায় ম্যাচের ইতিও টেনে দেন তিনি।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নেপালের শুরুটা খারাপ ছিল না। ৪১ রানের উদ্বোধনী জুটি পায় তারা সাত ওভারে। এরপর নিয়মিত উইকেট হারায় তারা।
প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে গেলেও বিশ ছাড়াতে পারেন কেবল একজন। ওপেনার কুশাল ভুর্তেল সর্বোচ্চ ৩৯ রান করেন ২৯ বলে।
একসময় যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা স্পিনিং অলরাউন্ডার কারিমা গোর ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে প্রথম ম্যাচে তিন ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি।
সামনে ভারতে টেস্ট সিরিজের কারণে নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজনকে এই সিরিজে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তার পরও নেপালের কৃতিত্ব কমছে না। প্রথম দুই ম্যাচেই তারা জয় পায় পরিষ্কার ব্যবধানে; ১৯ ও ৯০ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
নেপাল: ১৯.৫ ওভারে ১২২ (ভুর্তেল ৩৯, মাল্লা ১২, রোহিত ১৭, ঝা ১০, জরা ১৪, আসিফ ৬, আদিল ৩, বাম ৯, কামি ৪, কারান ০, শাহাব ০*; মেয়ার্স ২-০-১৩-০, আকিল ৪-০-২৬-১, হোল্ডার ৩-০-১৯-১, ব্লেডস ৩.৫-০-২০-২, গোর ৩-০-২৩-০, বিদেইসি ১-০-৫-০, সিমন্ডস ৩-০-১৫-৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১২.২ ওভারে ১২৩/০ (জাঙ্গু ৭৪*, ওগিস ৪১*; রোহিত ২-০-১৮-০, কারান ২-০-১৯-০, কামি ২.২-০-১৭-০, আদিল ২-০-২৪-০, ভুর্তেল ২-০-১৭-০, শাহাব ২-০-২৪-০)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১০ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী নেপাল
ম্যান অব দা ম্যাচ: র্যামন সিমন্ডস
আপনার মতামত লিখুন :