মনোনয়নপত্র বাতিল হওয়ার পর আপিল করে বিসিবি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। সাবেক এই বিসিবি পরিচালকের সঙ্গে প্রার্থিতা ফিরে পেরেছেন মো: হাসিবুল আলমও।
কাউন্সিলর ফর্মে সমর্থনকারীর স্বাক্ষরের সঙ্গে মনোনয়নপত্রে প্রদত্ত স্বাক্ষরে মিল না থাকার দায়ে রেদুয়ানের মনোনয়নপত্র বাতিল হয়েছিল সোমবার। আপিল করে মঙ্গলবার তা ফিরে পেয়েছেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার এই কাউন্সিলর।
ক্যাটেগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে বিসিবি পরিচালক পদে নির্বাচন করবেন তিনি। এখানে লড়াই হবে ত্রিমুখী। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীনের (ফাহিম) সঙ্গে লড়বেন রেদুয়ান।
হাসিবুল আলমের মনোনয়নও বাতিল হয়েছিল এই কারণে। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এই কাউন্সিলরও জয়ী হয়েছেন আপিল করে।
তবে আপিল করেও সফল হননি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার মেহেদি হাসান পুলক, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার হাসানুজ্জামান ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন।
আপনার মতামত লিখুন :