দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ
দক্ষিণ আফ্রিকার এবারের ঘরোয়া মৌসুমে কেবল একটিই আন্তর্জাতিক সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে সংঘর্ষের কারণে সেটির ম্যাচ সংখ্যাও কমাতে হলো। পাঁচ ম্যাচের বদলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন তিনটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।
আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের সিরিজটি। এখন ৩১ জানুয়ারির মধ্যে সিরিজটি শেষ করতে হবে তাদের। তাই দুই ম্যাচ কমিয়ে আনা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে বৈশ্বিক আসরটি।
পার্লে ২৭ জানুয়ারি হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ জানুয়ারি, সেঞ্চুরিয়ন ও জোহানেসবার্গে।
সিরিজের শেষ টি-টোয়েন্টিকে বলা হচ্ছে ‘পিঙ্ক ডে’। এদিন গোলাপি পোশাকে ম্যাচটি খেলবে দক্ষিণ আফ্রিকা। স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ ও সতর্কতা বাড়ানোর জন্য বছরের একটি দিন এমন আয়োজন করে থাকে তারা।
অক্টোবরে পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার অভিযান শুরু করবে দক্ষিণ আফ্রিকা। এশিয়ার দেশটির বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।
আপনার মতামত লিখুন :