অস্ট্রেলিয়া সিরিজের আগে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারানোয় শঙ্কায় পড়েছে নিউ জিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজটি সামনে রেখে অনুশীলনের সময় ক্যাচ ধরতে গিয়ে বাউন্ডারি সীমানায় হোর্ডিংয়ে ধাক্কা খেয়ে মুখে চোট পেয়েছেন রাচিন রাভিন্দ্রা।
সামাজিক মাধ্যমে মঙ্গলবার এই বাঁহাতি অলরাউন্ডারের মুখে কেটে যাওয়ার কথা জানিয়েছে নিউ জিল্যান্ড। বে ওভালে অনুশীলনের সময় আঘাত পেয়েছেন তিনি।
চলতি বছরের শুরুতে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের একটি ম্যাচে ফ্লাডলাইটের আলোয় ক্যাচ ধরতে গিয়ে কপালে চোট পেয়েছিলেন রাভিন্দ্রা। যে কারণে সিরিজের বাকি ম্যাচগুলো তিনি খেলতে পারেননি। একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার।
চোটের কারণে এই সিরিজে নিয়মিত অনেক খেলোয়াড়কে নিউ জিল্যান্ড পাবে না। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ বাইরে আছেন পাঁচ-ছয় ক্রিকেটার। সেই তালিকায় যোগ হতে পারেন রাভিন্দ্রা।
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে বুধবার, মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। পরের দুই ম্যাচ হবে আগামী শুক্রবার ও শনিবার।
আপনার মতামত লিখুন :