
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুই বছরের কেন্দ্রীয় চুক্তিতে সই করেছেন বেন স্টোকস। টেস্ট অধিনায়কের সঙ্গে এতে আছেন আরও ১৩ ক্রিকেটার। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পাঁচজন।
কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা মঙ্গলবার প্রকাশ করে ইসিবি। যেখানে জায়গা পেয়েছেন মোট ২৬ জন ক্রিকেটার।
প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন সনি বেকার, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন ও লুক উড। তারা সবাই আছেন এক বছরের চুক্তিতে। এই ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারের সংখ্যা ১২।
গতবার দুই বছরের চুক্তি করা গতিময় পেসার মার্ক উড এবার আছেন এক বছরের চুক্তিতে।
ডেভেলপমেন্ট চুক্তিতে জায়গা করে নিয়েছেন জশ হাল, এডি জ্যাক, টম লজ ও মিচেল স্ট্যানলি। হাল গতবারও ছিলেন এই ক্যাটাগরিতে।
গতবারের তালিকা থেকে এবার চুক্তিতে নেই জনি বেয়ারস্টো, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, অলি স্টোন ও রিস টপলি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই নেই ক্রিস ওকস।
চুক্তিতে জায়গা না পাওয়া উল্লেখযোগ্য নাম টম ব্যান্টন। হ্যারি ব্রুক সাদা বলের অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নিয়মিত দেখা গেছে এই ব্যাটসম্যানকে।
ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার:
দুই বছরের চুক্তি: জফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, আদিল রাশিদ, জো রুট, জেমি স্মিথ, বেন স্টোকস, জশ টং।
এক বছরের চুক্তি: রেহান আহমেদ, সনি বেকার, শোয়েব বাশির, জ্যাক ক্রলি, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, ফিল সল্ট, লুক উড, মার্ক উড।
ডেভেলপমেন্ট চুক্তি: জশ হাল, এডি জ্যাক, টম, মিচেল স্ট্যানলি।
আপনার মতামত লিখুন :