
বিগ ব্যাশ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করার পথে ছিলেন রাভিচান্দ্রান অশ্বিন। কিন্তু আপাতত সেটি থমকে গেছে। চোটের কারণে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আসছে আসর থেকে ছিটকে গেছেন ভারতীয় অফ স্পিনিং গ্রেট।
গত অগাস্টে আইপিএল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার সময় বিশ্বের বিভিন্ন লিগে খেলতে চাওয়ার কথা বলেছিলেন অশ্বিন। প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার লক্ষ্যে বিগ ব্যাশের ক্লাব সিডনি থান্ডারের সঙ্গে চুক্তি করেন তিনি।
আগামী ১৪ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন আসর। এতে খেলার জন্য নিজেকে প্রস্তুত করছিলেন অশ্বিন। চেন্নাইয়ে সেই প্রস্তুতি পর্বেই ডেকে আনেন বিপদ। অনুশীলনের সময় চোট পান হাঁটুতে। এর জন্য তাকে করাতে হয় অস্ত্রোপচার।
চোট পাওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেই জানান অশ্বিন।
“বিগ ব্যাশের আগামী আসরে খেলতে পারব না ভেবে আমি ভীষণ হতাশ। এখন আমার মনোযোগ সেরে ওঠায় এবং শক্তিশালী হয়ে ফিরে আসায়। থান্ডার পরিবার ও ভক্তরা এরমধ্যেই আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ…।”
খেলতে না পারলেও আসরের শেষ দিকে দলের সঙ্গে যোগ দিতে চান অশ্বিন। সিডনি থান্ডারও এই মৌসুমে তাকে ‘নন-প্লেয়িং’ কোনো এক ভূমিকায় রাখতে আগ্রহী।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে অনেকটা চমকে দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়। এরপর আইপিএলকেও বিদায় বলে দেওয়ায় দেশের বাইরের লিগে এখন আর খেলতে বাধা নেই তার।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় পুরুষ ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না।
দেশের বাইরের লিগে খেলার লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টির নিলামেও নাম দিয়েছিলেন অশ্বিন। কিন্তু সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরির এই খেলোয়াড়কে কেউ দলে টানেনি।
আপনার মতামত লিখুন :