
চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতের টি-টোয়েন্টি দলে খেলছেন জিতেশ শার্মা। এই সফর শেষেই তিনি ভারতকে নেতৃত্ব দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল রাইজিং স্টার্স টুর্নামেন্টে। ৩২ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যানের দলে আছেন বৈভাব সুরিয়াভানশি, প্রিয়ানশ আরিয়া, হার্শ দুবের মতো সত্যিকারের কজন ‘রাইজিং স্টার।’
২০১৩ সাল থেকে হয়ে আসা এসিসি ইমার্জিং টিমস টুর্নামেন্টই এখন নাম পরিবর্তন করে এবার থেকে হবে এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্ট নামে। শুরুতে অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট ছিল এটি, যেখানে বেশি বয়সী খেলতে পারতেন স্রেফ তিনজন। পরে বয়সের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়। মূলত টেস্ট দলগুলির ‘এ’ দল খেলে থাকে এখন, সহযোগী দেশগুলির জাতীয় দল বা মিশ্রিত দল খেলে।
জিতেশ ভারতের হয়ে খেলেছেন ১০টি টি-টোয়েন্টি। ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি নানা সময়ে, নেতৃতও দিয়েছেন। তিনি ছাড়া ভারতের স্কোয়াডে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার আছেন আর একজন- দুটি টি-টোয়েন্টি খেলা অলরাউন্ডার রামানদিপ সিং।
সুরিয়াভানশির এই টুর্নামেন্টে খেলা অনুমিতই ছিল। ভারতের উঠতি প্রতিভাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত তিনি। ১৪ বছর বয়সেই হয়ে উঠেছেন বড় তারকা। গত আইপিএলে ঝড় তোলার পর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে মাঠ মাতাচ্ছেন তিনি। বয়মভিত্তিক ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ে রেকর্ডের পর রেকর্ডও করে চলেছেন।
সুরিয়াভানশির মতোই গত আইপিএলে নজর কেড়েছেন প্রিয়ানশ আরিয়া। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান পাঞ্জাব কিংসের হয়ে ৪৭৫ রান করেছেন ১৭৯.২৪ স্ট্রাইক রেটে।
এছাড়াও প্রতিভাবান লেগ স্পিনার হার্শ দুবে, আইপিএলে নজর কাড়া সুয়াশ শার্মা, নামান ধির, নেহাল ওয়াধেরা, আশুতোষ শার্মাসহ ঘরোয়া ক্রিকেটের পারফরমাররা সুযোগ পেয়েছেন ভারতীয় দলে।
এবারের রাইজিং স্টার্স টুর্নামেন্ট হবে কাতারের দোহায়। ১৪ নভেম্বর উদ্বোধনী আসরে মুখোমুখি হবে পাকিস্তান ‘এ’ ও ওমান। একই দিনে ভারতীয় ‘এ’ দল খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই চার দল আছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং আছে ‘এ’ গ্রুপে। ফাইনাল ২৩ নভেম্বর।
টুর্নামেন্টের আগের ছয় আসরে শ্রীলঙ্কা ও পাকিস্তান ট্রফি জিতেছে দুবার করে, ভারত ও আফগানিস্তান একবার করে।
ভারতীয় স্কোয়াড: জিতেশ শার্মা (অধিনায়ক), প্রিয়ানশ আরিয়া, বৈভাব সুরিয়াভানশি, নেহাল ওয়াধেরা, নামান ধির (সহ-অধিনায়ক), সুরিয়ানশ শেগড়ে, রামানদিপ সিং, হার্শ দুবে, আশুতোষ শার্মা, ইয়াশ ঠাকুর, গুরজাপনিত সিং, ভিজায় কুমার ভাইশাক, ইউধবির সিং, আভিশেক পোরেল, সুয়াশ শার্মা।
আপনার মতামত লিখুন :