
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক হারমানপ্রিত কৌর জায়গা পাননি বিশ্বকাপের সেরা একাদশে। অধিনায়ক মনোনীত হয়েছেন ফাইনালে হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট।
চ্যাম্পিয়ন ভারত, রানার্স আপ দক্ষিণ আফ্রিকা ও সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া অস্ট্রেলিয়ার তিনজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে।
সেরা একাদশের ইনিংস শুরু করবেন আসরের সেরা দুই ব্যাটার উলভার্ট ও স্মৃতি মান্ধানা। এবার এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন উলভার্ট। সেমি-ফাইনালে ১৪৩ বলে ১৬৯ রানের ইনিংস খেলেছেন, ফাইনালেও করেছেন দারুণ সেঞ্চুরি। সব মিলিয়ে ৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৫৭১ রান করেছেন তিনি ৭১.৩৭ গড় ও ৯৮.৭৮ স্ট্রাইক রেটে।
রানের তালিকায় উলভার্টের বেশ পেছনে ছিলেন মান্ধানা, তবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান তারই। টুর্নামেন্টের আগে যতটা দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি, ততটা অসাধারণ পারফরম্যান্স অবশ্য তিনি করতে পারেননি। তার পরও ৯ ইনিংসে করেছেন ৪৩৪ রান, এক বিশ্বকাপে যা ভারতের রেকর্ড। তার গড় ৫৪.২৫, স্ট্রাইক রেট ৯৯.০৮।
আসরের সেরা ইনিংসটি উপহার দিয়েছেন যিনি, সেই জেমিমা রদ্রিগ্স থাকছেন তিন নম্বরে। শুরুটা তার হয়েছিল বেশ বাজে। প্রথম চার ইনিংসে ৩৫ রানও ছুঁতে পারেননি, দুটিতে আউট হন শূন্য রানে। জায়গাও হারান একাদশে। তবে পরের ম্যাচে ফিরেই সাড়ে চার বছর পর তিন নম্বরে খেলতে নেমে ৫৫ বলে করেন অপরাজিত ৭৬। সেমি-ফাইনালে ফেভারিট অস্ট্রেলিয়াকে বিদায় করার পথে অবিস্মরণীয় রান তাড়ায় খেলেন ১২৭ রানের অসাধারণ ইনিংস।
চার নম্বরে রাখা হয়েছে মারিজান ক্যাপকে। দক্ষিণ আফ্রিকার ৩৫ বছর বয়সী অলরাউন্ডার তার শেষ বিশ্বকাপ রাঙিয়েছেন ব্যাটে-বলে। রান করেছেন তিনি ২০৮, উইকেট নিয়েছেন ১২টি।
আসরের সেরা পারফরমারদের একজন অ্যাশলি গার্ডনার আছেন পাঁচ নম্বরে। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার ৩২৮ রান করেছেন ৭ ইনিংসে, আসরের যা তৃতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন দুটি, ব্যাটিং গড় (৮২.০০) ও স্ট্রাইক রেট (১৩০.১৫) তার চোখধাঁধানো। অফ স্পিনে উইকেট নিয়েছেন ৭টি। বিশ্বকাপ চলার সময়ই ব্যাটিং-বোলিং-অলরাউন্ডার, তিনটি র্যাঙ্কিংয়ের সেরা তিনে একসঙ্গে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েন ২৮ বছর বয়সী তারকা।
ম্যান অব দা টুর্নামেন্টের স্বীকৃতি পাওয়া দিপ্তি শার্মা জায়গা পেয়েছেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। ৭ ইনিংসে ৩ ফিফটিতে ২১৫ রান করেছেন তিনি ৯০.৩৩ স্ট্রাইক রেটে। অফ স্পিনে উইকেট নিয়েছেন আসরের সর্বোচ্চ ২২টি। এক বিশ্বকাপে ২০০ রান ও ২০ উইকেটের যুগলবন্দি নেই আর কারও। ফাইনালে ফিফটি করার পাশাপাশি নিয়েছেন ৫ উইকেট, ছেলে-মেয়ে মিলিয়েই বিশ্বকাপের নকআউট পর্বে এমন অলরাউন্ড পারফরম্যান্স নেই আর কারও।

অস্ট্রেলিয়ান পেস বোলিং অলরাউন্ডার অ্যানাবেল সাদারল্যান্ড থাকছেন এরপরই। ৭ ইনিংস বোলিংয়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি, আসরের যা দ্বিতীয় সর্বোচ্চ এবং পেসারদের মধ্যে সবচেয়ে বেশি। ব্যাট হাতে করেছেন ১১৭ রান।
শেষ সময়ে ব্যাটিংয়ে ঝড় তোলার জন্য একাদশে আছেন নেডিন ডি ক্লার্ক। টুর্নামেন্টজুড়েই শেষ দিকে তিনি ছিলেন বোলারদের আতঙ্ক। ২০৮ রান করে রানের তালিকায় তিনি আছেন ২০ নম্বরে। তবে তার গড় ৫২, স্ট্রাইক রেট ১৩১.৬৪।
একাদশের সবচেয়ে বড় চমক বলা যায় এর পরের নামটি। কিপার হিসেবে দলে ঠাঁই পেয়েছেন পাকিস্তানের সিদ্রা নাওয়াজ। ৫ ইনিংসে মাত্র ৬২ রান করেছেন তিনি ২০.৬৬ গড় ও ৬৫.২৬ স্ট্রাইক রেটে। তাকে রাখা হয়েছে মূলত কিপিংয়ের দক্ষতা বিবেচনায়। ভারতের বিপক্ষে হারমানপ্রিতের দারুণ ক্যাচ নিয়েছিলেন তিনি। সব মিলিয়ে আসরে তিনটি ক্যাচ নিয়েছেন তিনি, স্টাম্পিং করেছেন চারটি।
অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি ৫ ইনিংসে ২৯৯ রান করেছেন ৭৪.৭৫ গড় ও ১২৪.১০ স্ট্রাইক রেটে। তিনি কিপারও। যদিও ব্যাট করেন টপ অর্ডারে। লোয়ার-মিডল বা লোয়ার অর্ডার ব্যাটিংয়ের বিবেচনায় নিলেও আসতে পারতেন রিচা ঘোষ। আসরে ২৩৩ রান করেছেন ভারতীয় কিপার, স্ট্রাইক রেট ১৩৩.৫২, যা আসরের সর্বোচ্চ। কিন্তু হিলি-রিচাদের টপকে জায়গা পেয়েছেন সিদ্রা।
সেমি-ফাইনালে ভালো না করলেও আসরজুড়ে নজরকাড়া অ্যালানা কিং আছেন সেরা একাদশে। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.০৩। এক ম্যাচে নিয়েছেন রেকর্ড ৭ উইকেট।
একাদশের শেষ নামটি একজন স্পিনারের এবং অনুমিতভাবেই আছেন সোফি এক্লেস্টোন। ৭ ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি ইংলিশ স্পিনার, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.০৫।
ইংলিশ অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট আছেন অতিরিক্ত হিসেবে। আসরে তিনি রান করেছেন ২৬২, উইকেট নিয়েছেন ৯টি।
এই একাদশ করেছেন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, মেল জোন্স, ইসা গুহ, আইসিসির ইভেন্ট ও কর্পোরেট কমিউনিকেশন্স মহাব্যবস্থাপক গৌরাভ সাক্সেনা ও সাংবাদিক প্রতিনিধি এস্তেলে বাসুদেবান।
বিশ্বকাপের সেরা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগ্স, মারিজান ক্যাপ, অ্যাশলি গ্যার্ডনার, দিপ্তি শার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, নেডিন ডি ক্লাক, সিদ্রা নাওয়াজ (উইকেটকিপার), অ্যালান কিং, সোফি এক্লেস্টোন। দ্বাদশ- ন্যাট সিভার-ব্রান্ট।
আপনার মতামত লিখুন :