
জাতীয় দলের পরিবেশ সুন্দর আছে বলেই মনে করেন বিসিবির নারী বিভাগের প্রধান আব্দুর রাজ্জাক। অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলোকে তেমন একটা আমলে নিচ্ছেন না তিনি। অভিযোগকারী জাহানারা আলমকে ‘বাইরের মানুষ’ উল্লেখ করে বিসিবির এই পরিচালক বললেন, এমন কারও কথায় জাতীয় দলকে নাড়িয়ে ফেলতে চান না তিনি।
নিগারের বিরুদ্ধে নানা অভিযোগের তির ছুড়েছেন আরেক জাতীয় ক্রিকেটার জাহানারা আলম, যিনি নিজেও একসময় ছিলেন অধিনায়ক। দেশের সফলতম এই পেসারকে সবশেষ বাংলাদেশের জার্সিতে দেখা গেছে গত ডিসেম্বরে। এরপর তিনি থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়, যেখানে তিনি খেলছেন ক্লাব ক্রিকেটে, যদিও দেশের হয়ে খেলার আশা ছাড়েননি এখনও।
মঙ্গলবার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত সাক্ষাৎকারে জাহানারা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নিগারকে। জাতীয় দলের অধিনায়কের বিরুদ্ধে দলে আধিপত্য বিস্তার, সিন্ডিকেট তৈরি, ক্রিকেটারদের মারধর করা, জুনিয়র ক্রিকেটারদের ব্যক্তিগত কাজে ব্যবহার করাসহ নানা অভিযোগ করেছেন। ড্রেসিং রুমে ভয়ের পরিবেশ বিরাজ করছে এবং নানা শঙ্কায় অনেকে মুখ খুলতে পারছেন না বলেও দাবি করেন তিনি। এছাড়াও জাতীয় দলের সেই সময়ের নির্বাচক ও ম্যানেজার, নারী বিভাগের ইনচার্জ, অ্যানালিস্ট, সবার বিরুদ্ধেই নানা অভিযোগ তিনি তুলেছেন।
বাংলাদেশ দলের ড্রেসিং রুমে অস্থিরতা ও অন্তর্কলহ নিয়ে নানা সময় নানা গুঞ্জন উঠেছে। টুকটাক অভিযোগ বা ঢাক গুড়গুড় শোনা গেছে। এবার জাহানারা বিস্ফোরণই ঘটিয়েছেন বলা যায়। দলীয় সংস্কৃতি ও শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

ওই সাক্ষাৎকারে জাহানারা বলেছেন, “আগের বোর্ড থাকলেও এত কথা বলতাম না। এখন বললাম, কারণ রাজ্জাক ভাইকে (নারী বিভাগের প্রধান) ভালো মানুষ মনে করি। আশা করি, তিনি সবকিছুর তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং ভালো একটি পরিবেশ নিশ্চিত করবেন।”
কিন্তু পরিবেশ ভালোই দেখছেন রাজ্জাক। সাবেক এই স্পিনার নারী বিভাগের প্রধানের দায়িত্ব পাওয়ার এক মাস হয়নি এখনও। তবে দলের ভেতর এমন কোনো সমস্যা তিনি দেখছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজ্জাক বললেন, কোনো ক্রিকেটার আনুষ্ঠানিক অভিযোগ করলেই কেবল খতিয়ে দেখবেন তারা। জাহানারার অভিযোগগুলোকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি।
‘‘আমি আসলে অনেক বেশি প্রয়োজন মনে করছি না (অভিযোগগুলো নিয়ে চিন্তা করার)। একজন মানুষ বাইরে থেকে বলছে, তার জন্য আমি জাতীয় দল নাড়িয়ে ফেলব, এটা কী হয়…! সে স্বাক্ষাৎকারে যেটা বলছে, সেটা খেয়াল রাখা হবে। কোনো ক্রিকেটার যদি এই বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগ দেয়, নিশ্চিতভাবে আমরা সেটা সেভাবেই দেখব।”
“কেউ যদি অভিযোগ না করে, তাহলে একজন বাইরের মানুষের কথায়… যেহেতু আমাদের ক্রিকেটের মধ্যে এখন নেই সে, চুক্তিভুক্ত ক্রিকেটারও নয়, বাংলাদেশেও থাকে না সে। সে বলছে ‘হতে পারে’, আবার এরকমও হতে পারে, ওর হয়তো ব্যক্তিগতভাবে জ্যোতির (নিগার) প্রতি কোনো ক্ষোভ থাকতে পারে। সেজন্য বলতে পারে। আমি বলছি না, সেটাই হয়েছে। কিন্তু যদি সেরকমই হয়ে থাকে, তার জন্য তো জাতীয় দলের একটু সুন্দর পরিবেশ, সেট হওয়া পরিবেশ নষ্ট করে দেওয়া ঠিক হবে না।’’
অভিযোগগুলো নিয়ে কিছু আলোচনা অবশ্য করা হবে বলে জানালেন রাজ্জাক।
‘‘অবশ্যই, অবশ্যই আমরা এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করব। নারী ক্রিকেটারদের কাছ থেকেও মতামত নেব, ঘটনার সত্যতা যাচাই করব। যদি কোনো সমস্যা থাকার সুযোগ থাকে, নিশ্চয়ই আমরা বিষয়টি দেখব।’’
আপনার মতামত লিখুন :