
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজ শুরুর দিন দুঃসংবাদ শুনল দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচ তো বটেই, পাকিস্তান সফরে বাকি দুই ওয়ানডেতেও ডেওয়াল্ড ব্রেভিসকে পাবে না তারা। কাঁধের চোটে ভুগছেন দলটির বিস্ফোরক ব্যাটসম্যান।
ফায়সালাবাদে মঙ্গলবার শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এদিনই পুরো সিরিজ থেকে ছিটকে যান ২২ বছর বয়সী ব্রেভিস।
পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে কাঁধের পেশিতে চোট পান ব্রেভিস। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন চালিয়ে যাবেন তিনি। চলতি মাসের শেষ দিকে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।
ব্রেভিসের বদলি হিসেবে পাকিস্তান সিরিজের জন্য এখনও কাউকে দলে যোগ করেনি দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন ব্রেভিস। কিন্তু তেমন কিছুই করতে পারেননি তিনি। দুই সংস্করণ মিলিয়ে ৬ ইনিংসে তিনবার যেতে পারেন দুই অঙ্কে, একবার ছুঁতে পারেন ফিফটি।
ওয়ানডে সিরিজে দলের নিয়মিতদের অনেককেই বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার ব্রেভিসকে হারানো তাদের জন্য এলো বড় ধাক্কা হয়ে।
আপনার মতামত লিখুন :