
শনির দশা লেগেছে যেন নিউ জিল্যান্ড দলে। বেশ কজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোটে জর্জর দলটি চোটের কারণে হারিয়েছে আরও একজনকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাদের শক্তি কমে গেছে আরও। এই সিরিজে পাচ্ছে না তারা টিম সাইফার্টকে।
আগ্রাসী এই কিপার-ব্যাটসম্যানের জায়গায় দলে ফিরেছেন আরেক কিপার-ব্যাটসম্যান মিচেল হে।
ঘরোয়া একদিনের ম্যাচের টুর্নামেন্ট ফোর্ড ট্রফির ম্যাচে সোমবার নর্দান ডিক্ট্রিক্টসের হয়ে ব্যাটিংয়ে নেমেই আঙুলে চোট পান সাইফার্ট। ১ রান নিয়ে মাঠ ছাড়েন। পরে এক্স-রে করিয়ে ধরা পড়ে চিড় ধরেছে তার তর্জনিতে।
৭৭ আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞ সাইফার্টকে হারানো নিউ জিল্যান্ডের জন্য বড় এক ধাক্কা। দলের ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ অংশ ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
সেই হাহাকার মিশে থাকল নিউ জিল্যান্ডের কোচ রব ওয়াল্টারের প্রতিক্রিয়ায়।
“টিম সাইফার্টের জন্য আমাদের সবারই খারাপ লাগছে। টপ অর্ডারে প্রভাববিস্তারী উপস্থিতি ও কিপারের ভূমিকা মিলিয়ে আমাদের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। সামনের এই পাঁচ ম্যাচে তার অভাব অনুভব করব আমরা।”
“সাম্প্রতিক সিরিজগুলোয় সে দেখিয়েছে, টি-টোয়েন্টি ফর্মের চূড়ায় পৌঁছে যাচ্ছে। সেটি থমকে যাওয়াটা হতাশাজনক, বিশেষ করে আমরা যখন বড় আসরের (বিশ্বকাপ) দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি সে দ্রুত সেরে উঠবে এবং যতটা দ্রুত সম্ভব মাঠে ফিরবে।”
সাইফার্ট ছাড়াও চোটের কারণে নিউ জিল্যান্ড এই সিরিজে পাচ্ছে না লকি ফার্গুসন, উইল ও’রোক, অ্যাডাম মিল্ন, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্সকে। বিশ্রাম দেওয়া হয়েছে ম্যাচ হেনরিকে।
সাইফার্টের বদলে ডাক পাওয়া হে আন্তর্জাতিক ক্রিকেটে তুলনামূলক নবীন হলেও একদম নতুন মুখ নয়। ৭টি ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি নিউ জিল্যান্ডের হয়ে। গত মে মাসে তিনি নিউ জিল্যান্ড ‘এ’ দলের হয়ে এসেছিলেন বাংলাদেশ সফরে।
ক্যারিবিয়ানদের বিপক্ষে কিউইদের পাঁচ ম্যাচের সিরিজ শুরু বুধবার।
নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, মিচেল হে, ন্যাথান স্মিথ, ইশ সোধি।
আপনার মতামত লিখুন :