
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো দল দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে চীন সফরে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষেই চীনে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
এমনিতে ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে চীনের খুব একটা পরিচিতি নেই। বাংলাদেশের মেয়েদের এই সফরটি মূলত ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের একটি পদক্ষেপ।
ঘরের মাঠে আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এর পরপরই চীনের উড়ানে চেপে বসবেন মেয়েরা।
বিসিবি অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচক ও সাবেক পেসার সজল চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। ম্যাচগুলি হবে চীনের সিনিয়র দলের সঙ্গে।
‘‘ডিসেম্বরে কক্সবাজারে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যে স্কোয়াড খেলবে, সেটিই চীনে যাবে। যদি কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হন, তখন কিছু পরিবর্তন হতে পারে। তার বাইরে কোনো পরিবর্তনের সুযোগ নেই।”
“সেপ্টেম্বরে বিকেএসপিতে ২৬–২৭ জন ক্রিকেটার আমরা নিয়ে নতুন অনূর্ধ্ব-১৯ দল গঠন করছি। এই দল প্রথমবার পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলবে। চীন সফরটি হবে তাদের প্রথম বিদেশ সফর। সিরিজের দিন ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে। চীনে এখন বেশ ঠান্ডা, তাই আবহাওয়ার উপযুক্ত জায়গায় ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।’’
নারী দলের নির্বাচক জানান, ২০২৭ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চোখ রেখে ধারাবাহিকভাবেই সিরিজ খেলার পরিকল্পনা আছে তাদের।
‘‘২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে এই সিরিজেও আমাদের খেলোয়াড়দের প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পাবে। ভবিষ্যতে এই বয়সভিত্তিক দলের আরও কিছু সিরিজ থাকবে, যার মধ্যে শ্রীলঙ্কাতেও আমরা খেলতে যাব।’’
আগামী ৮ থেকে ১৮ নভেম্বর বিকেএসপিতে অনুষ্ঠেয় ১৪তম নারী জাতীয় ক্রিকেট লিগে বিকেএসপির অনূর্ধ্ব-১৯ দলের ২৩–২৪ জন উঠতি ক্রিকেটার অংশ নেবেন। এরপর কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে নির্বাচক প্যানেল।
আপনার মতামত লিখুন :