
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে চোটে পাওয়া নুরুল হাসান সোহানকে মাঠের বাইরে থাকতে হবে বেশ কিছু দিন। আয়ারল্যান্ডের বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে আছে শঙ্কা। চোটের কারণে আপাতত মাঠের বাইরে থাকছেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিনও।
গত শুক্রবার চট্টগ্রামে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় অ্যাঙ্কেলে চোট পান সোহান। পরে অ্যাম্বুলেন্সে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। সেদিন রাতেই স্থানীয় একটি হাসপাতালে পায়ে প্লাস্টার করা হয় তার। পরে তাকে দেখা গেছে ক্রাচে ভর করে হাঁটতে।
ঢাকায় ফেরার পর রোববার এমআরআই করানো হয় এই কিপার-ব্যাটসম্যানের। অ্যাঙ্কলে কোনো চিড় ধরা পড়েনি তার। রিপোর্ট পাওয়ার পর তার চোটের অবস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
‘‘সোহানের অ্যাঙ্কেল স্প্রেইন আছে। স্প্রেইনের জন্য আপাতত বিশ্রামে থাকবে। আমরা আপাতত সপ্তাহ খানেকের জন্য বিশ্রাম ও পরে ফিজিওথেরাপি দিয়ে শুরু করব। আবার সপ্তাহ খানেক পর রিভিউ হবে।’’
‘‘সাধারণত এমন চোটের পর ক্রিকেটে ফিরতে একটু সময় লাগে। সামনে আয়ারল্যান্ড সিরিজ, সেখানে শুরুটা টেস্ট সিরিজ দিয়ে। বড় চোটের পর টানা পাঁচ দিন উইকেট-কিপিং, ভালো বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং—এগুলো শারীরিকভাবে চাপের। আগে ফিটনেস ঠিক করে নিতে হয়। তাই সোহানের জন্য এটা স্বাভাবিকভাবেই কঠিন।’’
টেস্ট সিরিজের বিবেচনায় এমনিতেও সোহানের থাকার কথা নয়। সবশেষ টেস্ট খেলেছেন তিনি ২০২৩ সালের ডিসেম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৭ নভেম্বর। সেই সিরিজের জন্য ফিট হয়ে ওঠার চ্যালেঞ্জ তার সামনে এখন।
সোহানের আশা, সেরে উঠতে খুব বেশি সময় লাগবে না তার। আপাতত তাড়াহুড়োর কিছু দেখছেন না তিনি।
“আজকে (মঙ্গলবার) বিসিবিতে রিপোর্ট দেখিয়েছি। বিশ্রাম দেওয়া হয়েছে। এক সপ্তাহ পর ফিজিও শুরু হবে। খুব বেশি সময় লাগবে না মনে হয়, তবে সবকিছু নির্ভর করছে পুনর্বাসন কেমন এগোয়, তার ওপর। এখানে জোরাজুরি কিছু নেই।”
সোহানের চোট পাওয়ার ম্যাচে খেলেছেন শরিফুল ইসলাম। বোলিং করেছেন দুই ওভার। ক্যারিবিয়ানদের বিপক্ষে স্কোয়াডে জায়গা না পেলেও আইরিশদের বিপক্ষে সিরিজের জন্য বিবেচনায় থাকার কথা সাইফ উদ্দিনের।
তবে এই দুজনকেও আপাতত বিশ্রামে থাকতে হবে বলে জানালেন বিসিবির প্রধান চিকিৎসক।
‘‘শরিফুলের মাসল স্ট্রেইন আছে। আমরা তার জন্য আপাতত সপ্তাহ খানেক বিশ্রাম দিয়েছি। তারপর রিভিউ করব।”
“সাইফ উদ্দিনেরও অ্যাঙ্কলে চোট। আপাতত ওকেও আমরা সপ্তাহ খানেকের জন্য বিশ্রাম দিয়েছি। সপ্তাহ খানেক পর আমরা তারও রিভিউ করব। এরপর পুনর্বাসনের বাকি কাজ শুরু করব। তখন বোঝা যাবে, কার কখন ক্রিকেটে ফেরাটা সহজ হবে।’’
আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু আগামী ১১ নভেম্বর সিলেট টেস্ট দিয়ে। সিরিজের জন্য আগামী শুক্রবার সিলেটে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :