
এসিসি ইমার্জিং টিমস টুর্নামেন্টে আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতায় ঠাসা ক্রিকেটারদের খেলানোয় আগে নানা সময়ই সমালোচনা হয়েছে বাংলাদেশের নির্বাচকদের। এবার সেই পথে হাঁটেননি নির্বাচকরা। আন্তর্জাতিক ক্রিকেটার কয়েকজন আছেন এবারের দলেও, তবে তুলনামূলক তরুণ ও উঠতি ক্রিকেটারদেরই প্রাধান্য দেওয়া হয়েছে। দলকে নেতৃত্ব দেবেন আকবর আলি।
বাংলাদেশে ২০২০ যুব বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আগেও নানা সময়ে ইমার্জিং দল, বিসিবি একাদশ ও ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ইমার্জিং টিমস এশিয়া কাপ এবার নাম বদল করে হয়ে যাচ্ছে এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্ট। বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের আগ্রাসী ওপেনার জাওয়াদ আবরার ও ১৭ বছর বয়সী লেগ স্পিনার স্বাধীন ইসলাম।
আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা অভিজ্ঞ ক্রিকেটার বলতে দলে আছেন কেবল ইয়াসির আলি চৌধুরি। বাংলাদেশের হয়ে ৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ১১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফর্মে আছেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান।
এই দলের আরেকটি উল্লেখযোগ্য নাম মাহিদুল ইসলাম অঙ্কন। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলা ব্যাটসম্যান বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে। রাইজিং স্টার্সের দলে থাকা মানে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে রাখা হচ্ছে না।
অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আছেন আর কেবল আবু হায়দার রনি। বাংলাদেশের হয়ে ২ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার, সবশেষটি যদিও ২০১৮ সালে। ঘরোয়া ক্রিকেটে নানা সংস্করণে পারফর্ম করে যাচ্ছেন তিনি।
ঘরোয়া ক্রিকেটের দুই আগ্রাসী টপ অর্ডার ব্যাটসম্যান জিসান আলম ও হাবিবুর রহমান সোহানও আছেন দলে।
এবারের রাইজিং স্টার্স টুর্নামেন্ট হবে কাতারের দোহায়। টুর্নামেন্ট শুরু আগামী ১৪ নভেম্বর, বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১৫ নভেম্বর। ‘বি’ গ্রুপে এই দুই দলের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
বাংলাদেশ স্কোয়াড: আকবর আলি (অধিনায়ক), জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরি, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, এস মেহরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরি।
আপনার মতামত লিখুন :