
নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
লম্বা সময়ের অপেক্ষার অবসান হলো শামার স্প্রিঙ্গারের। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। চোট কাটিয়ে তিন মাস পর নিউ জিল্যান্ড সফর দিয়ে ফিরছেন ম্যাথু ফোর্ড।
কিউইদের বিপক্ষে নভেম্বরের ৫ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ক্যারিবিয়ানরা। সিরিজটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি। বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলে ৪ উইকেট নিতে পারেন তিনি। আর একটি টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে এক ওভার করে রান দেন ১১।
ওই সিরিজের দল থেকে আরও নেই বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস। চোটের কারণে অবশ্য বাংলাদেশে কোনো ম্যাচই খেলতে পারেননি তিনি।
২০২৪ সালের অক্টোবরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন স্প্রিঙ্গার। ওই মাসেই আরেকটি টি-টোয়েন্টি খেলার পর আর দলে সুযোগ পাননি তিনি। পেস বোলিংয়ে শক্তি বাড়াতে এবার তাকে ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ানদের জার্সিতে ৮ টি-টোয়েন্টির সবশেষটি গত জুলাইয়ে খেলেন ফোর্ড। কাঁধে চোট পাওয়ায় এরপর আর কোনো ক্রিকেট খেলতে পারেননি তিনি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে আবার দলে ফিরলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৭ উইকেট নেওয়া এই পেসার।
অকল্যান্ডে পরপর দুই দিনে হবে নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। পরের দুটি নেলসনে, ৯ ও ১০ নভেম্বর। শেষ টি-টোয়েন্টি ডানেডিনে আগামী ১৩ নভেম্বর।
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে নিউ জিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দল: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম ওগিস, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :