
প্রথমবারের মতো উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই (বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া)। ট্রফি জিতে আইসিসির কাছ থেকে প্রায় ৪০ কোটি রুপি প্রাইজমানি পাওয়া দলটি বোর্ডের কাছ থেকে পাচ্ছে ৫১ কোটি রুপি।
নাভি মুম্বাইয়ে রোববার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় হারমানপ্রিত কৌরের দল।
চ্যাম্পিয়ন হিসেবে আইসিসির কাছ থেকে তারা প্রাইজমানি পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা ৩৯ কোটি ৭৮ লাখ রুপি।
বোর্ডের তরফ থেকে শিরোপা জয়ী দলকে ৫১ কোটি রুপি আর্থিক পুরস্কার দেওয়ার কথা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া।
“গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ উইমেন’স বিশ্বকাপের প্রাইজমানি ৩০০ শতাংশ বাড়িয়েছেন… এসব পদক্ষেপ নারী ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বিসিসিআইও খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ পুরো দলকে ৫১ কোটি রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছে।”
এবারের উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল আইসিসি। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত আট দলের এই আসরের মোট প্রাইজমানি ছিল ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, গত আসরের চেয়ে যা ২৯৭ শতাংশ বেশি। নিউ জিল্যান্ডে ২০২২ সালে অনুষ্ঠিত বিশ্বকাপে প্রাইজমানি ছিল ৩৫ লাখ মার্কিন ডলার।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :