
বিপিএলে দল নিতে গত মঙ্গলবার মোট ১১টি প্রতিষ্ঠান ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) জমা দেয়। চার দিনের প্রাথমিক যাচাই–বাছাই ও মূল্যায়ন শেষে তিনটি প্রতিষ্ঠানের আবেদন বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শর্ত পূরণ করতে না পারায় দল পাওয়ার জন্য তাদেরকে উপযুক্ত মনে করেনি গভর্নিং কাউন্সিল। আবেদন বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলোর একটি এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ, গত আসরে যাদের ছিল চিটাগং কিংস ফ্র্যাঞ্চাইজি এবং আরেকটি প্রতিষ্ঠান মাইন্ডট্রি–রূপসী কংক্রিট লিমিটেড কনসোর্টিয়াম, যাদের ছিল খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি। নতুন আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে বাদ পড়েছে বাংলা মার্ক লিমিটেড, যারা চেয়েছিল নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি।
রোববার সন্ধ্যায় বিসিবিতে গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ জানান, আগের অভিজ্ঞতায় বিপিএলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এবার তাদের লক্ষ্য মানোন্নয়ন।
‘‘এখানে দুটো বিষয়কে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি আমরা। প্রথমত, টুর্নামেন্ট শেষ হওয়ার পর যেন দ্রুততম সময়ে খেলোয়াড়দের সব পাওনা পরিশোধ করা হয়। কোনো বিলম্ব চলবে না। দ্বিতীয়ত, অ্যান্টি করাপশন ও ইন্টেগ্রেটি। এ নিয়ে বহু অভিযোগ আমরা শুনেছি। এবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বে রয়েছে। যারা ফ্র্যাঞ্চাইজি নিতে আসবেন, অনুরোধ থাকবে এই দুটি বিষয় মাথায় রেখে আসবেন। এগুলো এখন আর আলোচনার বিষয় নয়, বাধ্যতামূলক মানদণ্ড।’’
মিঠু জানান, দল বাছাইয়ে একটি টেকনিক্যাল কমিটি কঠোরভাবে যাচাই–বাছাই করছে, যেন কোনো বিতর্ক না থাকে।
‘‘শর্ট লিস্ট করে ১১টা থেকে ৮টা করা হয়েছে। শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল ইওআইতে। এসব ডকুমেন্ট শর্টেজ এই তিনটা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। এই আটটার মধ্যে যে কয়টা বাকি কোয়ালিফাই করে… কারণ আমাদের এখনও ওয়েট করছি…।’’
‘‘রিভিউ এখনও চলছে। প্রথম দফায় এই তিনটি বাদ হয়ে গেছে। এখন আটটা আছে। আমরা তো বলছি যে চারটা, পাঁচটা, ছয়টা, যেটা আসলে ওটা পরে বলতে পারব… চারটা, পাঁচটা, ছয়টা, যেটা হয়। তার উপর নির্ভর করছে আর কী, কীভাবে অফিসিয়াল আমরা জোর করে টিম নিব না।’’
ইফতেখার বলেন, বিপিএলের সময় চিটাগং কিংস তাদের কোচ শন টেইটের পারিশ্রমিক বাবদ ৩৭ হাজার ডলার এবং ঢাকার শেরাটন হোটেলে ২৯ লাখ ও সিলেটের রোজ ভিউ হোটেলের ১৭ লাখ টাকার বিল বকেয়া রেখে গেছে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তী যাচাই-বাছাই শেষে মঙ্গলবার ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত হবে বলে জানান ইফতেখার।
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                        
                        
                        
                        
                        
                        
                        
আপনার মতামত লিখুন :