
অস্ট্রেলিয়া-ভারত
শুরুর ধাক্কা সামলে টিম ডেভিড ও মার্কাস স্টয়নিসের ফিফটিতে লড়ার মতো সংগ্রহ গড়ল অস্ট্রেলিয়া। তবে তা যথেষ্ট হলো না। ব্যাটসম্যানদের সম্মিলিত অবদানে দারুণ জয়ে সিরিজে সমতা ফেরাল ভারত।
হোবার্টে রোববার তৃতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে ভারত। স্বাগতিকদের ১৮৬ রান ৯ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
এই মাঠে ছয় টি-টোয়েন্টি খেলে প্রথমবার হারের তেতো স্বাদ পেল অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। প্রথম টি-টোয়েন্টি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয়টিতে ৪ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া।
গোল্ড কোস্টে চতুর্থ টি-টোয়েন্টি হবে আগামী বৃহস্পতিবার।
১৪ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে কক্ষপথে রাখেন ডেভিড। চারে নেমে ৫ ছক্কা ও ৮ চারে ৩৮ বলে ৭৪ রানের খুনে ইনিংস খেলেন তিনি। পরে ২ ছক্কা ও ৮ চারে ৩৯ বলে ৬৪ রান করেন স্টয়নিস।
ভারতের হয়ে ব্যাটিংয়ে নামা সবাই স্পর্শ করেন দুই অঙ্ক। কিন্তু ফিফটি করতে পারেননি কেউ। ৪টি ছক্কা ও ৩টি চারে ২৩ বলে সর্বোচ্চ ৪৯ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ব্যক্তিগত পঞ্চাশ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। রেকর্ডটি ইংল্যান্ডের; গত জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৭ রানের লক্ষ্য তাড়া করে জয়ের পথে ফিফটি ছিল না কোনো ইংলিশ ব্যাটসম্যানের।
দলে ফিরেই ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন আর্শদিপ সিং। ৪ ওভারে ৩৫ রান খরচায় ৩ উইকেট নেন ভারতীয় পেসার।
টস জিতে ব্যাটিংয়ে নেমে চতুর্থ বলে ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে বিদায় নেন জশ ইংলিস। দুটি শিকারই ধরেন আর্শদিপ।
ক্রিজে গিয়ে মুখোমুখি প্রথম বলে চার মেরে রানের খাতা খোলেন ডেভিড। এরপর ভারুন চক্রবর্তীকে চারের পর ছক্কায় ওড়ান তিনি। আকসার প্যাটেলকে তিন বলে মারেন দুই ছক্কা। দ্বিতীয় ছক্কাটি গিয়ে লাগে গ্যালারির ছাদে, ১২৯ মিটার লম্বা! অষ্টম ওভারে তিনটি চার মেরে ২৩ বলে ফিফটিতে পা রাখেন ডেভিড।
মিচেল মার্শকে বিদায় করে ৫৯ রানের জুটি ভাঙেন ভারুন। এই যুগলবন্দিতে মার্শের অবদান কেবল ৫ রান। পরের বলেই মিচেল ওয়েনের স্টাম্প ভেঙে দেন ভারুন। ভারতীয় এই স্পিনারের পরের ওভারে দুটি ছক্কা হাঁকান ডেভিড।
আরেক প্রান্তে স্টয়নিসও তোলেন ঝড়। শিভাম দুবেকে টানা দুই ছক্কা মারেন তিনি। ওই ওভারেই ছক্কার চেষ্টায় লং-অফে ধরা পড়েন ডেভিড, ভাঙে ৪৫ রানের জুটি।
আর্শদিপকে ওভারে তিনটি চার মারেন স্টয়নিস। দ্বিতীয় চারে ৩২ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। আরেক প্রান্তে দ্রুত রান তোলেন ম্যাথু শর্টও। দুইজনের বন্ধনে আসে ৩৯ বলে ৬৪ রান। তাতে ১৮০ ছাড়ায় অস্ট্রেলিয়ার রান।
রান তাড়ায় ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি আভিশেক শার্মা। দুটি করে ছক্কা-চারে ১৬ বলে ২৫ রান করে ফেরেন এই ওপেনার। আরেক ওপেনার গিল করেন ১২ বলে ১৫ রান।
নেমেই দুটি ছক্কা হাঁকান সুরিয়াকুমার ইয়াদাভ। ১১ বলে ২৪ রান করা ভারতীয় অধিনায়ককে ফিরিয়ে দেন স্টয়নিস। একটি করে ছক্কা-চারে ২৬ বলে ২৯ রান করেন তিলাক ভার্মা।
এরপর ওয়াশিংটন ও জিতেশ শার্মার ব্যাটে বাকি পথ পাড়ি দেয় ভারত। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৪৩ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৬/৬ (হেড ৬, মার্শ ১১, ইংলিস ১, ডেভিড ৭৪, ওয়েন ০, স্টয়নিস ৬৪, শর্ট ২৬, বার্টলেট ৩; আর্শদিপ ৪-০-৩৫-৩্ বুমরাহ ৪-০-২৬-০, ভারুন ৪-০-৩৩-২, আকসার ৪-০-৩৫-০, দুবে ৩-০-৪৩-১, আভিশেক ১-০-১৩-০)
ভারত: ১৮.৩ ওভারে ১৮৮/৫ (আভিশেক ২৫, গিল ১৫, সুরিয়াকুমার ২৪, তিলাক ২৯, আকসার ১৭, ওয়াশিংটন ৪৯, জিতেশ ২২; বার্টলেট ৪-০-৩০-১, অ্যাবট ৩.৩-০-৫৬-০, এলিস ৪-০-৩৬-৩, কুনেমান ৪-০-৩১-০, স্টয়নিস ২-০-২২-১, শর্ট ১-০-১৩-০)
ফল: ভারত ৫ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আর্শদিপ সিং
সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ১-১ সমতায়
আপনার মতামত লিখুন :