
নিউ জিল্যান্ডের হয়ে রেকর্ড ১২৮ ম্যাচের অভিজ্ঞতা। ঝুলিতে ১৫০ উইকেট। তারপরও বাদ পড়েছিলেন ইশ সোধি। তবে তিন মাস পরে উপমহাদেশে বিশ্বকাপেই তো তাকে প্রয়োজন হতে পারে দলের! এক সিরিজ পরই তাই আবার ফেরানো হলো অভিজ্ঞ লেগ স্পিনারকে। পাশাপাশি আরেক দফা চোট কাটিয়ে ফিরলেন পেসার কাইল জেমিসন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউ জিল্যান্ড দলে ফিরেছেন এই দুই পেসার। দল ঘোষণার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কেন উইলিয়ামসন। প্রতি সিরিজে তাকে নিয়ে টানাপোড়েনের তাই শেষ এখন।
এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা ন্যাথান স্মিথ জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। দেশের হয়ে টেস্ট ও ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা বেশ ভালো করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
নিউ জিল্যান্ডের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন জেমিসন। তবে চোটের কারণে পরে ছিটকে পড়েন ওয়ানডে সিরিজ থেকে। চোটজর্জর ক্যারিয়ারে অনেকবারই লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হয়েছে তাকে। এবার ফিরতে পারলেন দ্রুতই।
চোটের কারণে অবশ্য এখনও একগাদা ক্রিকেটারকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। সেই তালিকায় আছেন ম্যাট হেনরি, লকি ফার্গুসন, উইল ও’রোক, অ্যাডাম মিল্ন, গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন ও বেন সিয়ার্স।
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে সরাসরি নিউ জিল্যান্ডের পথে রওনা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। রোববার রাতে তাদের অকল্যান্ডে পা রাখার কথা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হবে এখানেই, প্রথমটি বুধবার।
সিরিজের পরের দুই ম্যাচ নেলসনে, শেষটি ডানেডিনে।
দীর্ঘ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচও খেলবে ক্যারিবিয়ানরা। সিরিজ শেষ হবে ডিসেম্বরের মাঝামাঝি।
নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রাভিন্দ্রা, টিম রবিনসন, টিম সাইফার্ট, ন্যাথান স্মিথ, ইশ সোধি।
আপনার মতামত লিখুন :