
প্রথম সেশনের পর লাঞ্চ, দ্বিতীয় সেশনের পর চা বিরতি; টেস্ট ক্রিকেটের একটি দিন এই ধারাবাহিকতায় চলছে যুগ যুগ ধরে। শত বছরের সেই ধারা এবার ভাঙতে যাচ্ছে। ভারত ও দক্ষিণ আফ্রিকার গুয়াহাটি টেস্টে লাঞ্চের আগেই দেওয়া হবে চা বিরতি!
আগামী ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি। এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে লাঞ্চের আগে দেখা যাবে চা বিরতি। ভারতের পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত অন্য জায়গার চেয়ে আগে হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বারসাপারা স্টেডিয়ামে মাঠের লড়াই শুরু হবে স্থানীয় সময় সকাল ৯টায়। ১১টা থেকে ২০ মিনিট চলবে চা বিরতি। এরপর দুই ঘণ্টা চলবে দ্বিতীয় সেশন। তারপর ৪০ মিনিটের লাঞ্চ বিরতি নেবে দুই দল। দুপুর ২টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে তৃতীয় সেশন।
এমন সিদ্ধান্তের পেছনের কারণ ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপেসকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের এক সৃত্র।
“আগে চা বিরতি দেওয়ার কারণ হলো গুয়াহাটিতে সূর্যাস্ত তাড়াতাড়ি হয় এবং সুর্যোদয়ও আগেভাগে হয়। এই প্রথমবারের মতো আমরা চা বিরতির সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, এতে কিছু সময় বাঁচানো যাবে, যেন ম্যাচে অতিরিক্ত সময় পাওয়া যায়।”
ঐতিহ্যগতভাবে, ভারতে টেস্ট ম্যাচগুলো স্থানীয় সময় সকাল ৯:৩০ টায় শুরু হয়। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর (১১:৩০ থেকে ১২:১০) দ্বিতীয় সেশন পুনরায় শুরু হয়। ২০ মিনিটের চা-বিরতির (দুপুর ২:১০ থেকে ২:৩০) পর তৃতীয় সেশন চলে ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত। প্রয়োজন পড়লে দলকে প্রতিদিন ৯০ ওভার শেষ করার জন্য আধা ঘন্টা অতিরিক্ত সময় দিতে পারেন ম্যাচ অফিসিয়ালরা।
খেলা শুরুর সময় দেশ ভেদে পরিবর্তিত হতে পারে। যেমন, ইংল্যান্ডে গ্রীষ্মকালে দিন দীর্ঘ হওয়ায় সকাল ১১টায় শুরু হয় তাদের টেস্ট ম্যাচ। তবে সব দেশেই লাঞ্চের পর চা বিরতির ঐতিহ্যবাহী ধারা অনুসরণ করে। এবার পরিবর্তন দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচে।
আগেভাগে সূর্যাস্ত হওয়ার কারণে এর আগে রাঞ্জি ট্রফিতেও সেশনের মাঝের বিরতিতে এই পরিবর্তন করেছিল বিসিসিআই।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :