
আইপিএল
চান্দ্রাকান্ত পান্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর নতুন প্রধান কোচের খোঁজে ছিল কলকাতা নাইট রাইডার্স। সেই শূন্যস্থান এবার পূরণ করল তারা। আভিশেক নায়ারকে গুরুদায়িত্বটি দিল তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
৪২ বছর বয়সী নায়ারকে নিয়োগ দেওয়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।
গত মৌসুমে চান্দ্রাকান্তের কোচিংয়ে বাজে সময় কাটে কলকাতার। ১০ দলের আসরে অষ্টম হয় তারা, জিততে পারে কেবল পাঁচটি ম্যাচ। এরপর, সবশেষ তিন মৌসুমে দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করা চান্দ্রাকান্তের সঙ্গে গত জুলাইয়ে সম্পর্ক শেষ করে ফ্র্যাঞ্চাইজিটি।
কলকাতার সঙ্গে নায়ারের সম্পর্ক দীর্ঘ দিনের। ২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগের বছরই কলকাতার একাডেমির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজিটির মূল দলের কোচিং প্যানেলে যোগ দেন। ২০২২ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করেন নায়ার।
২০২৪ সালের আইপিএল জয়ী কলকাতায় চান্দ্রাকান্তের সহকারী হিসেবে ছিলেন তিনি। পরে গৌতাম গাম্ভিরের সহকারী হিসেবে ভারত দলের কোচিং স্টাফে যোগ দেন নায়ার।
কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে ভারতীয় দলে দায়িত্ব হারানোর পর গত আইপিএলের আগে ফের চান্দ্রাকান্তের কোচিং স্টাফে যোগ দেন তিনি। এবার পেয়ে গেলেন আরও বড় দায়িত্ব।
আসছে মৌসুমে নায়ারের কোচিংয়ে শিরোপা পুনরুদ্ধারে নামবে কলকাতা। গত জুলাইয়ে উইমেন’স প্রিমিয়ার লিগের দল ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বও নেন তিনি।
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                         
                         
                         
                         
                         
                         
                        
আপনার মতামত লিখুন :