
গত মাসে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন নিকোলাস পুরান ও কাইরন পোলার্ড। জুলাইয়ে দুজন এমআই নিউ ইয়র্কের হয়ে জিতেছেন মেজর লিগ ক্রিকেটের শিরোপা। দুই ক্যারিবিয়ান তারকা এবার একসঙ্গে জুটি বাঁধছেন আরেকটি ট্রফির অভিযানে। আইএল টি-টোয়েন্টিতে দুজনই নাম লিখিয়েছেন এমআই এমিরেটস।
সংযুক্ত আবর আমিরাতের এই লিগে ‘ওয়াইল্ডকার্ড’ ক্যাটেগরিতে পুরান ও পোলার্ডকে নিয়েছে এমআই এমিরেটস। এই দলের হয়েই প্রথমবার এবার এই টুর্নামেন্টে খেলবেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।
আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিরই দল এমআই নিউ ইয়র্ক ও এমআই এমিরেটস। দক্ষিণ আফ্রিকার লিগ এসএ টোয়েন্টিতেও এই ফ্র্যাঞ্চাইজির দল আছে একটি- এমআই কেপ টাউন। পুরান খেলে থাকেন সেই দলেও।
এবার আইএল টি-টোয়েন্টির শেষ হওয়ার আগেই শুরু হবে এসএ টোয়েন্টি। পুরান তাই পরিস্থিতি বুঝে প্রয়োজন অনুযায়ী খেলবেন দুই লিগের দুই দলে।
এমআই এমিরেটসে পুরান ও পোলার্ড সতীর্থ হিসেবে সাকিব ছাড়াও পাবেন তিন ক্যারিবিয়ান ক্রিকেটারকে। নিলামের আগে সরাসরি চুক্তিকে দলটি নিয়েছে অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে, নিলাম থেকে নিয়েছে অভিজ্ঞ আন্দ্রে ফ্লেচার ও উঠতি ব্যাটসম্যান আকিম ওগিসকে। নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক ২ লাখ ৬০ হাজার ডলারে ফ্লেচারকে নিয়েছে দলটি। ৩৭ বছর বয়সী কিপার-ব্যাটার এই নিয়ে টানা চার মৌসুমে খেলবেন এমআই এমিরেটসে।
এছাড়াও এই দলে খেলবেন এবার জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, এএম গাজানফার, ফাজালহাক ফারুকি, টম ব্যান্টন, নাভিন-উল-হাক, উসমান খান, মুহাম্মাদ ওয়াসিমরা
এবারের আইএল টি-টোয়েন্টি শুরু ২ ডিসেম্বর, ফাইনাল ৪ জানুয়ারি। এসএ টোয়েন্টি শুরু ২৬ ডিসেম্বর, শেষ ২৫ জানুয়ারি।
আপনার মতামত লিখুন :