
নতুন চোটে নিতিশ কুমার রেড্ডির মাঠে ফেরা আরও বিলম্বিত হচ্ছে। এবার ঘাড়ের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
বিসিসিআই বুধবার বিবৃতিতে জানায়, ঘাড়ের সমস্যার কারণে তার সেরে ওঠায় দেরি হচ্ছে এবং তার স্বাভাবিক চলাফেরাতেও বিরূপ প্রভাব ফেলছে।
২২ বছর বয়সী নিতিশ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাঁ ঊরুর পেশির চোটে পড়েন। সেই কারণে সিডনিতে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। ম্যাচটি ৯ উইকেটে জিতলেও সিরিজে ২-১ এ পরাজিত হয় ভারত।
আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন ভারতের মূল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনিও ঊরুর পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন।
হার্দিক না থাকায় দলের ভারসাম্য কিছুটা নষ্ট হচ্ছে ভারতের। তবে স্বস্তির খবর, আরেক অলরাউন্ডার শিভাম দুবে পুরোপুরি ফিট। ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টির একাদশেও ছিলেন তিনি, ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে।
চোটের কারণে আগেও বেশ কঠিন সময় কেটেছে নিতিশের, বিশেষ করে এই বছরে। জুলাইয়ে হাঁটুর চোটে ইংল্যান্ডে চতুর্থ ও পঞ্চম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। জিমে অনুশীলনের সময় সেই চোট পান তিনি, এরপর অস্ট্রেলিয়ায় ঊরুর পেশির চোট।
পাঁচ টি-টোয়েন্টি সিরিজের পরের ম্যাচ হবে আগামী শুক্রবার, মেলবোর্নে। তৃতীয় ম্যাচটি হবে আগামী রোববার, হোবার্টে।
২০২৪ সালের নভেম্বরে পার্থ টেস্টে ভারত জাতীয় দলে অভিষেক হয় নিতিশের। এরপর থেকে সব সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত তিনি ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
আপনার মতামত লিখুন :