
ধারাভাষ্যকক্ষে আতহার আলি খানের উচ্চারণ, “খুব বাজে ব্যাটিং… নাথিং শট।” এই কথাতেই ফুটে উঠছে শামীম হোসেনের আউট হওয়ার ধরন। ম্যাচ শেষে তার সমালোচনা করলেন লিটন কুমার দাসও। দৃষ্টিকটু শট খেলে আউট হওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে দায়িত্ব নিতে বললেন বাংলাদেশ অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাজে ব্যাটিং করেছে গোটা বাংলাদেশ দলই। তবে শামীমের আউট হওয়ার ধরনই সবার চোখে লেগেছে বেশি।
চট্টগ্রামে সোমবার ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ৩৮ রানের মধ্যে তানজিদ হাসান, লিটন ও সাইফ হাসানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম ওভারে পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে দলের বিপদ আরও বাড়ান শামীম (৪ বলে ১)।
পেসার জেসন হোল্ডারের ব্যাক অব লেংথ ডেলিভারি বাঁহাতি ব্যাটসম্যান জোর করে পুল করতে যান ক্রস ব্যাটে। ওই শট খেলার মতো বল ছিল না সেটি, তিনিও পারেননি ব্যাটে-বলে করতে, মিডল স্টাম্পের ওপরের অংশ ছুঁয়ে যায় বল।
দলের ১৬ রানে হারের পর পুরস্কার বিতরণী আয়োজনে শামীমকে কাঠগড়ায় তুললেন লিটন।
“আমার মনে হয় পাওয়ার প্লেতে আমরা অনেক বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম হোসেনের ব্যাটিং দেখে আমি খুবই হতাশ। এটা (ব্যাটিং) নিয়ে ভাবতে হবে ওকে; সবসময় শুধু এসেই ব্যাটিং উপভোগ করতে পারবেন না, দায়িত্ব নিতে হবে।”
সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে আগামী বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :