
বাংলাদেশ অধিনায়ক যে সুবিধা পেয়েছেন, সেটা নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই প্রথম টি-টোয়েন্টির শেষ দিকে শিশির দেখে একরকম ভড়কেই গিয়েছিল সফরকারীরা। তবে বাংলাদেশের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউ শেষ দিকে ক্রিজে না থাকায় বিপদ হয়নি তাদের। শিশির সামাল দিয়ে জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। পরের দুই ম্যাচে শিশিরে নিজেদের বিপদ দেখছেন রভম্যান পাওয়েল।
ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েই শিশির কতটা পড়ে, ম্যাচে কেমন প্রভাব পড়তে পারে কিউরেটসহ স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়েছিলেন লিটন দাস। নিজেদের মতো করে কিছুটা ধারণা নিয়েছিলেন ক্যারিবিয়ানরাও। কিন্তু এরপরও প্রথম টি-টোয়েন্টির শেষ দিকের বাড়তি শিশিরের উপস্থিতি ভাবিয়েছে তাদের।
প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শেষের ঝড়ো ব্যাটিংয়ে এতে বড় অবদান রেখেছেন পাওয়েল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে বলেছেন, শেষ দিকে বাংলাদেশের মূল ব্যাটসম্যানদের কেউ না থাকায় বিপদে হয়নি তাদের।
“এটা স্পষ্ট যদি বাংলাদেশের মূল ব্যাটসম্যানদের কেউ আরও লম্বা সময় কাটাতে পারত, তাহলে আমরা চাপে পড়ে যেতাম। কারণ, শেষ দিকে মাঠ ভিজে গিয়েছিল। আমাদের বোলারদের এর জন্য কৃতিত্ব দিতে হবে। তারা পরিকল্পনায় অটল ছিল এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়েছে।”
এই ম্যাচ পাওয়েলের জন্য একটি মাইলফলকও। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক দেশের হয়ে খেলেছেন তার শততম টি-টোয়েন্টি। ২৮ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসের জন্য জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।
টানা সাত সিরিজ হেরে বাংলাদেশে খেলতে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে স্বাভাবিকভাবেই খুশি পাওয়েল। তবে মাঠের অবস্থা ভাবাচ্ছে তাকে।
“আমরা পিচ নিয়ে তথ্য নিয়েছি, মাঠ নিয়ে তথ্য নিয়েছি। কিন্তু আমরা জানতাম না, মাঠ এতটা ভেজা থাকবে। পরের দুই ম্যাচে এই ব্যাপারটা আমাদের ভাবনায় রাখতে হবে।”
আপনার মতামত লিখুন :