
ভারতীয় ক্রিকেট
দুই দলের প্রথম ইনিংস শেষ একশ পার হতেই। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে সেটাও করতে পারল না আসাম। ছোট লক্ষ্য তাড়ায় অনায়াস জয় তুলে নিল সার্ভিসেস। তাতে ফল হওয়া সবচেয়ে ছোট ম্যাচ দেখল ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রাঞ্জি ট্রফি।
আসামের তিনসুকিয়া জেলা ক্রীড়া সংস্থা মাঠে ম্যাচের দ্বিতীয় দিন রোববার ৮ উইকেটের জয় তুলে নেয় সার্ভিসেস।
ম্যাচটিতে চার ইনিংস মিলিয়ে খেলা হয় ঠিক ৯০ ওভার, অর্থাৎ ৫৪০ বল। রাঞ্জি ট্রফির ৯১ বছরের ইতিহাসে এত কম বলে ফল আসার নজির নেই।
১৯৬১-৬২ মৌসুমে রেলওয়ের বিপক্ষে দিল্লির ইনিংস ও ৫৩ রানের জয়ের ম্যাচটিতে খেলা হয়েছিল ৫৪৭ বল। ৬৩ বছর পুরনো সেই রেকর্ড এবার ভেঙে গেল।
আসাম ও সার্ভিসেসের মধ্যকার ম্যাচে মোট রান হয়েছে ৩৫৯, উইকেট পড়েছে ৩২টি।
প্রথম ইনিংসে ১৭.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে যায় আসাম। পরে ব্যাটিংয়ে নেমে ২৯.২ ওভারে ১০৮ রান করতে পারে সার্ভিসেস। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা আসামকে ২৯.৩ ওভারে ৭৫ রানে গুটিয়ে দিয়ে ৭১ রানের লক্ষ্য ১৩.৫ ওভারে ছুঁয়ে ফেলে তারা।
পুরো ম্যাচে দুই দল থেকে দুইজন পঞ্চাশ ছুঁতে পারেন। আসামের হয়ে প্রথম ইনিংস ৬টি ছক্কা ও ৩ চারে ৪২ বলে ৫২ রান করেন ওপেনার সাইকিয়া। সার্ভিসেসের প্রথম ইনিংসে অপরাজিত ৫১ রান করেন ইরফান আলি, একটি ছক্কার সঙ্গে মারেন ৪টি চার।
ম্যাচটিতে আরেকটি বিরল কীর্তি দেখা যায়। প্রথম দিন হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই বোলার অর্জুন শার্মা ও মোহিত জাঙ্গরা। প্রথম শ্রেণির ইতিহাসে একই ইনিংস দুই বোলারের হ্যাটট্রিক দেখা গেল এই প্রথমবার।
প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুটি হ্যাটট্রিকের তৃতীয় ঘটনা এটি। ১৯০৭ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে মিডলসেক্সের হয়ে এক ইনিংসে দুটি হ্যাটট্রিক করেন অ্যালবার্ট ট্রট। ১৯৬২ সালে রাঞ্জি ট্রফিতে নর্দার্ন পাঞ্জাবের বিপক্ষে সেটির পুনরাবৃত্তি করেন সার্ভিসেসের জোগিন্দার সিং রাও।
আপনার মতামত লিখুন :