
গুরুতর অবস্থায় সিডনির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শ্রেয়াস আইয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, দলের সহ-অধিনায়কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শনিবার তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাজেভাবে পড়ে এই চোট পান শ্রেয়াস। অ্যালেক্স কেয়ারির ক্যাচ নিতে গিয়ে বাঁ পাঁজরের নিচে আঘাত পান তিনি। ড্রেসিংরুমে ফেরার কিছুক্ষণ পরই দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবর, শ্রেয়াসের প্লীহা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় তার।
ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবর, আগামী দুই দিন আইসিইউতেই রাখা হবে শ্রেয়াসকে। পরবর্তী ৪৮ ঘণ্টায় রক্তক্ষরণ না কমলে তার হাসপাতালে থাকার মেয়াদ আরও বাড়তে পারে। অবস্থার উন্নতি না হলে আরও এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে।
বিসিসিআই বিবৃতিতে বলেছে, শ্রেয়াসের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এই মিডল অর্ডার ব্যাটসম্যান দ্রুতই সুস্থ হয়ে উঠছেন।
“স্ক্যানে দেখা গেছে প্লীহায় চোট রয়েছে, সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন, শারীরিকভাবে স্থিতিশীল এবং ধীরে ধীরে সেরে উঠছেন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তার চোটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিসিসিআই মেডিকেল টিম। শ্রেয়াসের দৈনন্দিন উন্নতি পর্যবেক্ষণের জন্য ভারতীয় দলের চিকিৎসক সিডনিতে তার সঙ্গে থাকবেন।”
আপনার মতামত লিখুন :