
ঢাকা ও চট্টগ্রামের উইকেটের পার্থক্য একবার তাকালেই স্পষ্ট হয়ে যায়। সেদিক থেকে যে দুটি উইকেট আলাদা, এ নিয়ে কোনো সন্দেহ নেই শেই হোপের। কিন্তু চট্টগ্রামের উইকেট কেমন আচরণ করবে এ নিয়ে এখনও নিশ্চিত নন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তাই পরিকল্পনা সাজানোর আগে যাচাই করে নিতে চান তিনি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এর আগের দিন হোপের সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে কথা হলো বেশ।
চট্টগ্রামে আসার পর টানা দুই দিন উইকেট দেখেছেন হোপ। প্রাথমিকভাবে ভালোই মনে হয়েছে তার। তবে কোনো চূড়ান্ত মন্তব্য করার আগে আরও সময় চাইলেন তিনি।
“দেখে মনে হচ্ছে ভালো। শুধু চোখে দেখলেই বোঝা যায়, এটা ঠিক আছে। আমি যখনই চট্টগ্রামে আসি, ব্যাটসম্যান হিসেবে ব্যাট করার জন্য এটি বেশ ভালো উইকেট। তাই বলতে পারি, এটা ভালো মনে হচ্ছে। তবে আমি সবসময় বলি, যাচাই-বাছাই করার পরে দেখতে হবে আসল অবস্থাটা কেমন। আপনার ইনিংস কেমন হবে তা হিসাব করতে হবে। শেষ পর্যন্ত স্পিন বেশি হবে কিনা, না কি বলটা শেষ দিকে স্কিড করবে। এসব বিবেচনা করতে হবে, তারপর আসে আসল মূল্যায়নের সময়।”
টি-টোয়েন্টিতে নিজের দলের শক্তি ও সামর্থ্যে ভালো করার ব্যাপারে আশাবাদী হোপ। তার দল লম্বা ব্যাটিং লাইনআপ নিয়ে সাজানো, যেখানে পাওয়ার হিটাররা গুরুত্বপূর্ণ।
“একটি নির্দিষ্ট শক্তি আলাদা করে বলা মুশকিল। তবে আমি মনে করি, বর্তমানে আমাদের যে গভীরতা আছে, তা আমাদের ব্যাটিংয়ে। আমাদের ব্যাটিংয়ের এই পাওয়ার নিশ্চয়ই সেরা মানের।”
“কিন্তু কাগজে নামগুলো বড় দেখালেই হবে না, মূল বিষয় হল পারফরম্যান্সে ধারাবাহিক থাকা। আমাদের বোলারদের অবশ্যই ওয়ানডে সিরিজের চেয়ে ভালো করতে হবে। আর ব্যাটাররা যদি ঠিকঠাক খেলতে পারে, আমি নিশ্চিত আমরা দল হিসেবে দারুণ সিরিজ খেলব।”
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের বেশি সময় কাটছে শেই হোপের। এই দীর্ঘ সময়ে দলের উত্থান যেমন দেখেছেন, পতনেরও সাক্ষী হয়েছেন। অভিজ্ঞতাকে এবার নিজের পাশাপাশি দলের ধারাবাহিকতার জন্য কাজে লাগানোর কথা বলছেন সফরকারী অধিনায়ক।
“ধারাবাহিকতা মূল চাবিকাঠি। আমরা যেভাবে পরিকল্পনা করি, সেভাবে বল করতে হবে। অনেক পরিকল্পনা করি, কিন্তু যদি বাস্তবায়ন না হয়, সব পরিকল্পনা অচল। আমাদের দক্ষতার উপর বিশ্বাস রাখতে হবে। সব বোলার গত কয়েক বছর ধরে ভালো বোলিং করছে। এখন মূল বিষয় হলো ধারাবাহিকতা বজায় রাখা এবং লাইন ও লেংথে আরও কঠোর হওয়া, যাতে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়, যেভাবে খেলা হোক না কেন।”
আপনার মতামত লিখুন :