
যেকোনো টুর্নামেন্টে অবশ্যই শিরোপার জন্য বা অন্তত ফাইনালে খেলার জন্য কোনো দল অংশ নেয়। তবে টেস্টে অন্য দলগুলোর সঙ্গে বাংলাদেশের পার্থক্য এতটাই যে, শিরোপা স্বপ্ন দেখেন না লিটন দাস। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানের মতে, টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন বা চারে থাকাই হবে বাংলাদেশের জন্য বড় অর্জন।
টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০১৯-২১ ও ২০২১-২৩ সালের প্রথম দুই চক্রে বাংলাদেশের অবস্থান ছিল টেবিলের তলানিতে। ২০২৩-২৫ সালের তৃতীয় চক্রে বাংলাদেশের অবস্থান ছিল সাতে। আপাতত এখান থেকে তিন বা চারে পৌছানোর কথা ভাবছেন লিটন।
২০২৫-২৭ সালের চলতি চক্রে এখন পর্যন্ত একটি সিরিজ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার মাঠে হেরেছে একটি ম্যাচ, ড্র করেছে অন্যটিতে।
এবার দেশের মাটিতে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দেশের বাইরের অন্য দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। এই চক্রে টেস্ট নেই ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। এর আগের দিন লিটনের সংবাদ সম্মেলনে এলো টেস্ট ক্রিকেটের কথাও। টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, এখন আর শেখার সময় নেই কারও, প্রতিদান দিতে হবে সবারই।
“আমার মনে হয়, বাংলাদেশ অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। এখন যেসব ক্রিকেটার খেলছে তাদের প্রতিদান দেওয়া উচিৎ। আশা করব, তারা দেবে। সাম্প্রতিক অতীত যদি দেখেন, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে সাতে ছিলাম। ভারতের বিপক্ষে যদি আমরা টেস্ট ওভাবে না হারতাম, তাহলে কিন্তু ফল অন্যরকম হতো।”
“বাংলাদেশের জন্য টেস্টে তিন বা চারে থাকা বিশাল অর্জন। সব সময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই জিনিসটা কখনও ছিল না, আমরা তো কখনো ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নিয়মিত হারাতে পারিনি। তারপরও আপনি যদি তিন বা চারে থাকেন, মানে বড় কিছুই করেছেন।”
টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখন দারুণ সময় কাটাচ্ছে, জিতেছে টানা চারটি সিরিজে। তবে ওয়ানডেতে চিত্রটা উল্টো টানা চার সিরিজ হারের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবশেষে জয় পেয়েছে তারা। সীমিত ওভারের ক্রিকেটে দলের বিপরীতমুখী অবস্থা নিয়ে বললেন লিটন।
“টি-টোয়েন্টিটা দিন দিন ভালো হচ্ছে আমাদের। যদিও আমাদের অতীত খুব একটা ভালো ছিল না এই সংস্করণে। সেখান থেকে মোটামুটি অনেকখানি এগোনোর চেষ্টা করছি। ওয়ানডেতে আমাদের অতীত ভালো ছিল, ওখান থেকে দিন দিন আরও এগোনো উচিত ছিল। আমরা সবাই মিলে এটা নিয়ে চিন্তা করছি। কীভাবে (পরিস্থিতি) ওভারকাম করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি।”
আপনার মতামত লিখুন :