
জাতীয় দলের খেলোয়াড়দের বড় একটা অংশের অনুপস্থিতিতেই শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন আসর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৭তম আসরের শুরুতে খেলা হবে না লিটন কুমার দাস, জাকের আলিদের।
তিন জেলার চারটি মাঠে শনিবার শুরু হচ্ছে প্রথম শ্রেণির ক্রিকেটের দেশের প্রধান টুর্নামেন্ট এনসিএলের ২৭তম আসর। বিভাগ হওয়ার ১০ বছর পর এবারই প্রথম লাল বলের চার দিনের ম্যাচের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ময়মনসিংহ।
টেস্টে উন্নতির জন্য ঘরোয়া চার দিনের টুর্নামেন্টগুলোতে খেলা জরুরি। কিন্তু জাতীয় দলের খেলার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কিংবা টানা খেলার ক্লান্তিজনিত কারণে অনেক সময়ই এনসিএল, বিসিএলে খেলা হয় না তারকা খেলোয়াড়দের।
এবার যে সময়ে খেলা শুরু হচ্ছে তাতে জাতীয় দল এবং এর আশেপাশের বেশ কয়েকজন ক্রিকেটারের এনসিএলে খেলার সম্ভাবনা অনেক কমে গেছে।
ওয়েস্ট ইন্ডিজের পর দেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচ আগামী ২ ডিসেম্বর। এনসিএলের সপ্তম ও শেষ রাউন্ড শুরু হবে ৬ ডিসেম্বর। কেবল এই একটি রাউন্ডে জাতীয় দলের সব খেলোয়াড়কে পাওয়া যেতে পারে! টুর্নামেন্টের শুরুতে নেই কোনো পৃষ্ঠপোষক।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, আগে থেকেই সব ঠিক থাকায় এই আসরে তেমন কিছু করার সুযোগ ছিল না তাদের।
“আমি কমিটির দায়িত্ব বুঝে পেয়েছি ১৪ অক্টোবর। সময়ও ছিল না হাতে একদম। এবার এই লিগের ব্যাপারে তেমন কিছু করতে পারিনি। আগামী বছর ম্যাচ বাড়বে আশা করছি। সূচি অনুযায়ী ম্যাচ হবে। কোনো কিছু পরির্বতন করা হয়নি এবার।”
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের প্রস্তুতির জন্য এনসিএলের দুই রাউন্ডে কুকাবুরা বল ব্যবহার করা হবে, বাকি পাঁচ রাউন্ডে খেলা হবে ডিউক বল দিয়ে। সিলেট ও ঢাকায় টেস্ট দুটিতেও খেলা হবে কুকাবুরা বল দিয়ে।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে সিলেটে স্বাগতিকদের হয়ে ময়মনসিংহ ও ঢাকার বিপক্ষে প্রথম দুই রাউন্ডে খেলবেন মুশফিকুর রহিম। রাজশাহী ছেড়ে বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন সিলেটকে। সব ঠিক থাকলে এখানে তিনি খেলবেন ক্যারিয়ারের ৯৯তম টেস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচের ‘সেঞ্চুরি।’
দেশের আটটি জেলার ১০টি ভেন্যুতে হবে এবারের আসরের সব খেলা। তৃতীয় রাউন্ডে ময়মনসিংহ ও ঢাকা এবং ষষ্ঠ রাউন্ডে রংপুর ও চট্টগ্রাম ম্যাচের ভেন্যু এখনও ঠিক করা হয়নি। বরাবরের মতো দুই ম্যাচের মাঝে রাখা হয়েছে তিন দিনের বিরতি।
ময়মনসিংহের নেতৃত্বে থাকার কথা ছিল অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের। তবে ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচে ছুটি নেওয়ায় দলটির অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরিকে। মোসাদ্দেককে কেন অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে, তার ব্যাখ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন দলটির কোচ নাজমুল হোসেন।
“মোসাদ্দেক দুই ম্যাচে ছুটি নিয়েছে, বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছে। ফিরলেই মূল স্কোয়াডে যুক্ত হবে।”
এদিকে এনসিএল শুরু হওয়ার আগে আলোচনায় উঠে এসেছেন অলরাউন্ডার সোহাগ গাজী। বরিশাল দলের স্কোয়াড থেকে বাদ পড়ার পর ‘ন্যায়বিচার’ চেয়ে বিসিবি সভাপতির কাছে চিঠি দিয়েছেন তিনি। সেখানে পরিসংখ্যানে অসঙ্গতি আছে বেশ।
বিসিবির একটি সূত্র বলেছে, ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বরিশাল দল থেকে বাদ দেওয়া হয়েছে সোহাগকে। একই সঙ্গে ভবিষ্যতের টেস্ট ক্রিকেটার গড়ে তুলতে তরুণদের সুযোগ দেওয়ারও একটা ভাবনা কাজ করেছে এখানে। তবে নাঈম ইসলাম ও মার্শাল আইয়ুবের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ফিটনেস ও ফর্ম বজায় রেখে এবারও খেলবেন নিজেদের বিভাগীয় দলের হয়ে।
মুমিনুল হক, সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাঈম হাসান, তাইজুল ইসলামরা খেলবেন প্রথম রাউন্ড থেকে। বিশ্রাম নেওয়ায় খেলা হবে না মেহেদী হাসান মিরাজের। অফ স্পিনিং অলরাউন্ডার যোগ দেবেন টেস্ট দলের ক্যাম্পে।
আপনার মতামত লিখুন :