
দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দুয়ারে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক গ্রায়েম ক্রিমার। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনার।
ক্রিমার সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০১৮ সালের মার্চে, ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে। তার নেতৃত্বে বাছাইয়ে ব্যর্থ হয়ে ২০১৯ বিশ্বকাপের লড়াই থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। পরে ক্রিকেট থেকে বিরতি নেন তিনি।
জিম্বাবুয়ে থেকে তিনি চলে যান সংযুক্ত আরব আমিরাতে, সেখানে তার স্ত্রী মের্না কাজ করেন উড়োজাহাজের পাইলট হিসেবে।
সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে স্বীকৃত ক্রিকেটে খেলা ক্রিমার মাঝের সময়টায় ক্রিকেটের সঙ্গে কিছুটা যুক্ত ছিলেন নানা সময়ে। এছাড়া ব্যস্ত ছিলেন গল্ফ খেলা নিয়েও।
এই বছরের শুরুতে দেশে ফেরা ক্রিমার গত অগাস্টে ক্রিকেটে ফেরেন সাত বছর পর, খেলেন জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে। ৪৫ ওভারের ম্যাচের টুর্নামেন্টে নিজের প্রথম দুই ম্যাচেই নেন ৪টি করে উইকেট।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বের জিম্বাবুয়ে দলে ছিলেন না ক্রিমার। টুর্নামেন্টে জয়ী হয়েই আগামী বছরের বিশ্বকাপে খেলা নিশ্চিত করে জিম্বাবুয়ে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দলে ফেরানো হয়েছে ক্রিমারকে।
বাছাইপর্বে অপরাজিত থাকা ১৫ সদস্যের দলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। একমাত্র পরিবর্তন ক্রিমারের অন্তর্ভুক্তি, পেসার ট্রেভর গুয়ান্ডুর জায়গায় দলে এসেছেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট, ৯৬টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলেছেন ক্রিমার।
জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, শন উইলিয়ামস এখনও ব্যক্তিগত কারণে দলে নেই।
পুরো সিরিজটি হবে হারারেতে, যেখানে হয়েছে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে আগামী বুধ ও শুক্রবার এবং ২ নভেম্বর।
জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টাশিঙ্গা মুসেকিওয়া, টিনোটেন্ডা মাপোসা, টনি মুনিয়োঙ্গা, ডিয়ন মেয়ার্স, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্রেন্ডন টেইলর।
আপনার মতামত লিখুন :