
অস্ট্রেলিয়া-ভারত
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও মাহলি বিয়ার্ডম্যান। ভারতের বিপক্ষে শেষ ওয়ানডের দলে আছেন নিউ সাউথ ওয়েলসের অলরাউন্ডার এডওয়ার্ডকে। আর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পেসার বিয়ার্ডম্যান জায়গা পেয়েছেন টি-টোয়েন্টিতে।
গত মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে নেটে বোলিংয়ের সময় কবজিতে চোট পান গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ভারতের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টিতে তাকে পাবে না অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ সিরিজের শেষ তিনটিতে খেলবেন অভিজ্ঞ অলরাউন্ডার।
সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ভারত সফরে ভালো করেন এডওয়ার্ডস। প্রথম শ্রেণির ম্যাচে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। আর লিস্ট ‘এ’ ম্যাচে পেস বোলিংয়ে নেন ৫৬ রানে ৪ উইকেট। পরে আরেকটি ৫০ ওভারের ম্যাচে করেন ৮৯ রান।
সব মিলিয়ে, এখন পর্যন্ত ৩৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৮৮২ রান করেছেন ২৫ বছর বয়সী এডওয়ার্ডস। ৪৩টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ১ হাজার ৯৪৭, নামের পাশে সেঞ্চুরি ৩টি ও ফিফটি ৫টি।
আরেক নতুন মুখ ২০ বছর বয়সী বিয়ার্ডম্যান স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন দুটি, উইকেট নিয়েছেন তিনটি। লিস্ট ‘এ’-তে ৫ ম্যাচ খেলে তার শিকার ১২ উইকেট। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন বিয়ার্ডম্যান। ১৫ রানে ৩ উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছিলেন তিনি।
আগামী মাসেই অ্যাশেজ সিরিজ। প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলতে মার্নাস লাবুশেনকে ওয়ানডে দল থেকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। কোনো ম্যাচ না খেলেই ফিরে যেতে হচ্ছে অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
জশ হেইজেলউড ও শন অ্যাবটকে টি-টোয়েন্টি সিরিজের শেষ দিকে পাবে না অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডে খেলতে তারাও দল ছাড়বেন। প্রথম দুটি টি-টোয়েন্টি খেলবেন হেইজেলউড, আর অ্যাবটকে পাওয়া যাবে প্রথম তিনটিতে।
প্রথম ওয়ানডে খেলা ম্যাথু কুনেমান ও জশ ফিলিপিকে দলে ফিরিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ছিলেন না তারা দুইজন। দলে থাকলেও এখনও পেশির চোট থেকে সেরে ওঠেননি জশ ইংলিস।
প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। সিডনিতে শনিবার তৃতীয় ওয়ানডে। টি-টোয়েন্টি পাঁচটি হবে যথাক্রমে ২৯ ও ৩১ অক্টোবর এবং ২, ৬ ও ৮ নভেম্বর।
ভারত সিরিজের তৃতীয় ওয়ানডের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ন্যাথান এলিস, জশ হেইজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম ৩ ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ ৩ ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ার্শিস (শেষ ২ ম্যাচ), ন্যাথান এলিস, জশ হেইজেলউড (প্রথম ২ ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ ৩ ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপি, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জ্যাম্পা।
আপনার মতামত লিখুন :