
উইকেটের রঙ আর আচরণ নিয়ে সিরিজজুড়ে তোলপাড়। ঘরের মাঠের সুবিধা কাজে লাগানো নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। কিন্তু সিরিজ শেষে সবকিছুর উত্তর দিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজে তারা উইকেটের সুবিধা কাজে লাগাতেই চেয়েছেন এবং এখানে কোনো দোষের কিছু তিনি দেখেন না।
মিরপুরের উইকেট নিয়ে অভিযোগের ইতিহাস লম্বা। মন্থর উইকেট, অসম বাউন্স, টার্নিং বল, ব্যাটারদের লড়াই, স্পিনারদের উৎসব। অনেকের চোখে এটি ‘টার্নিং ট্র্যাপ’। সবশেষ দুই সফরকারী দল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজই হোক প্রায় সবারই একই সুর। এবারও ব্যতিক্রম ছিল না। প্রথম দুই ম্যাচে কালো মাটির উইকেটে রান করতে বেশ বেগ পেতে হয়েছে দুই দলের ব্যাটারদের।
কিন্তু বাইরের আলোচনা যেমনই হোক, মিরাজদের ভাবনা ভিন্ন। বৃহস্পতিবার সিরিজ জিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ঘরের মাঠে সুবিধা নেওয়ায় কোনো সমস্যা দেখেন না তিনি।
‘‘আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সঙ্গে আমরা খেলিনা কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আমার কাছে মনে হয়, আমি যদি নিউ জিল্যান্ডে খেলি, ওখানে তারা কিন্তু হোম অ্যাডভান্টেজ নিয়েছে। তাই কোনো দল যদি বাংলাদেশে আসে, তখন তো অবশ্যই আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা নেব। কারণ, দিনশেষে সবাই কিন্তু ফলাফলই চায়।”
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ, তবে র্যাঙ্কিংয়ে কোনো পরির্বতন আসেনি তাতে। পয়েন্ট যোগ-বিয়োগ হয়েছে দুই দলের। বাংলাদেশ আছে দশেই। ২০২৭ বিশ্বকাপ খেলা নিয়ে টানাপোড়েনেও কোনো স্বস্তির ছোঁয়া আসেনি এই সিরিজ থেকে।
সেই হিসাব-নিকাশ ভাবার চেয়ে এখন সামনের বাকি সিরিজগুলোতে নজরে রেখে বিশ্বকাপের ২-৩ মাস আগে পরিকল্পনা নিয়ে এগোনোর কথা বললেন মিরাজ।
‘‘আমাদের তো আরও অনেক হোম সিরিজ আছে। আমাদের সব ম্যাচই এখানে খেলব, এমন কিছু না। আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলব। যেহেতু আফ্রিকাতে খেলা আছে (বিশ্বকাপ), হয়তো টিম ম্যানেজমেন্ট যারা আছি, আরও সুন্দরমতো প্রস্তুতি নিতে পারব। বিশ্বকাপ তো এখন অনেক দেরি। আমাদের সামনে যে সিরিজগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত। আমাদের আগে পজিশনটা (র্যাঙ্কিংয়ে) ঠিক করা উচিত। কারণ আগে তো আমাদের জায়গাটা ঠিক করতে হবে।’’
ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে মন্থর ও টার্নিং উইকেটে খেলায় ফায়দা নেওয়া হলেও আফগানিস্তানের মতো দলের ক্ষেত্রে ঘরের মাঠের সুবিধা নেওয়া কতটা সম্ভব, এই প্রশ্ন উঠল সংবাদ সম্মেলনে। মিরাজ বললেন, ভিন্ন প্রতিপক্ষের জন্য তাদের দাওয়াই আলাদা।
‘‘আফগানিস্তান এলে তো আমরা ‘ট্রু’ উইকেটে খেলব। আমরা তো এর আগে চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে খেলেছি। আমরা যতগুলি ওয়ানডে খেলেছি, চট্টগ্রামে খেলেছি। এটা দেখেন, আফগানিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটা দুবাইতে খেলেছি, ওরা কিন্তু আমাদেরকে পেস বোলিং উইকেট দেয়নি। অনেক স্লো উইকেট দিয়েছে। যেন ওদের স্পিনাররা সুবিধা পায়। এটা একটা দলীয় পরিকল্পনা। এটা কোনো দোষের কিছু নয়। এটা পৃথিবীর যে দেশেই যান, সবাই হোম অ্যাডভান্টেজ নেয়।’’
আপনার মতামত লিখুন :